আলমডাঙ্গা প্রতিনিধি:আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদকাসক্ত ব্যক্তিকে আটক করেছে।
শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে আটক করে।
পুলিশ সুত্রে জানা যায়, নতিডাঙ্গা গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে হুমায়ন কবির (২৫) ও একই গ্রামের কাছেদ শেখ এর ছেলে আমিরুল ইসলাম (৩৬) যৌথভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট ক্রয় করে সেবনে উদ্দেশ্য নিয়ে যাওয়ার সময় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ গ্রাম থেকে ১ শ পিচ ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে।
এ বিষয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ গনি মিয়া সাংবাদিকদের জানান মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে এক্ষেত্রে বিন্দুমাত্র কেও রক্ষা পাবে না। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে সপর্দ করা হবে।