1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শিক্ষক: নিঃশব্দ যোদ্ধার না বলা কষ্ট - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৯:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
গোপালগঞ্জে সন্ধ্যায় আসে মাইক্রোবাস, নামে যুবতীরা — কী হচ্ছে শাপলা গেস্ট হাউসে ডুমুরিয়ায় অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে ডুমুরিয়া উপজেলা রেজিস্ট্রি অফিস সহ নিম্ন অঞ্চল তলিয়ে গেছে কালীগঞ্জে নারী উদ্যোক্তাদের তৈরীকৃত পণ্য বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন শাহজাদপুরে দৃষ্টি প্রতিবন্ধকতা পেছনে ফেলে যমজ দুই বোনের জিপিএ-৫ অর্জন ‎ নালিতাবাড়ীতে নন্নী-পোড়াগাঁও মৈত্রী কলেজে তুচ্ছ বিষয় নিয়ে সংঘর্ষ,আটক ১৮ শেরপুরের নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধারশেরপুরের নালিতাবাড়ীতে সিএনজি চালকের মরদেহ উদ্ধার বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেনের সঙ্গে বাংলাদেশ প্রেসক্লাব বেলকুচি উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির শুভেচ্ছা বিনিময় ওসি বাঁশখালীর দূর্ধষ অভিযানে ইয়াবা কারবারি আটক মোঃ মজলু মিয়া পিতা মোঃ হোসেন আলী সাং পিৎনা: ডাকঘর পিং না উপজেলা: সরিষাবাড়ী :জেলা জামালপুর ধুনটে পরিমাপে জ্বালানি তেল কম দেওয়ায় ‘মেসার্স সাহা ট্রেডার্স’কে জরিমানা

শিক্ষক: নিঃশব্দ যোদ্ধার না বলা কষ্ট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

বিদ্যালয়ের গেট পার হতেই একজোড়া শ্রদ্ধাভরা চোখ, একগুচ্ছ কচি হাতের সালাম, আর একরাশ স্বপ্নের আলোকছটা ঘিরে ধরে একজন শিক্ষককে। সমাজের সব শ্রেণি-পেশার মানুষ গড়ে ওঠে শিক্ষকের হাত ধরে, কিন্তু তার নিজস্ব গল্প? তার সংগ্রাম?

দেশের এক প্রান্তে কোনো এক এমপিওভুক্ত শিক্ষক হয়তো চেয়ারে বসে হিসাব মেলাচ্ছেন—এই মাসের বেতন দিয়ে ছেলের স্কুলের বেতন দেবেন, নাকি অসুস্থ মায়ের ওষুধ কিনবেন? অথচ তিনি প্রতিদিন ক্লাসে গিয়ে শেখান, “শিক্ষাই জাতির মেরুদণ্ড।”
কিন্তু এই মেরুদণ্ড যারা গড়ে দেন, তাদেরই মেরুদণ্ড কতটা সোজা? তাদের জীবন চলে বেঁচে থাকার লড়াইয়ে, আর মান-মর্যাদার স্বপ্ন শুধু কাগজে-কলমে।

শিক্ষক মানেই গুরু, শিক্ষক মানেই শ্রদ্ধার মানুষ। কিন্তু বাস্তবতায়?
যতক্ষণ পর্যন্ত তিনি পরীক্ষার খাতায় নম্বর দিচ্ছেন, ক্লাসে পড়াচ্ছেন, ততক্ষণ তিনি মূল্যবান। কিন্তু যখন বেতন বাড়ানোর দাবি তোলেন, ন্যায্য অধিকার চান, তখনই তিনি ‘লোভী’, ‘অতিরিক্ত সুবিধা চাইছে’—এই তকমা গায়ে সেঁটে দেওয়া হয়।

একজন শিক্ষক যখন ক্লাসে যান, তখন তার ব্যক্তিগত জীবন পেছনে ফেলে যান। কিন্তু সেই শিক্ষকের সন্তান হয়তো পড়ার উপযুক্ত পরিবেশ পাননা, সংসারে অভাব তাড়া করে বেড়ায়, চিকিৎসার অভাবে অকালে চলে যান অনেকেই। এমপিওভুক্ত শিক্ষকরা বছরের পর বছর কাজ করে যান অর্ধেক স্বপ্ন নিয়ে, জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেন পূর্ণ মর্যাদার জন্য।

যে শিক্ষক তার ছাত্রকে নৈতিকতা শেখান, তার নিজের জীবনে কত অনৈতিক অবহেলা!
যে শিক্ষক বিজ্ঞান পড়ান, তার নিজের জীবন চলে অবৈজ্ঞানিক টিকে থাকার লড়াইয়ে!
যে শিক্ষক অর্থনীতির পাঠ দেন, তার নিজের সংসারে অর্থনীতির সমীকরণ কখনো মেলে না!

তবু তিনি হাসেন, তবু তিনি পড়ান। কারণ তার বুকের ভেতর জমে থাকা ভালোবাসার পাহাড়ের নাম ‘শিক্ষার্থী’। কিন্তু সেই শিক্ষার্থীরাই একদিন বড় হয়ে যখন বলে—“স্যার, আপনারা তো কিছুই করতে পারেন না!”—তখন তার বুক ফেটে যায়।

শিক্ষক শুধু একজন পেশাজীবী নন, তিনি ভবিষ্যৎ গড়ার কারিগর। অথচ তার জীবনের প্রতিটি মুহূর্তে অবহেলা, বঞ্চনা আর অসম্মানের ইতিহাস জুড়ে থাকে। এই বাস্তবতা বদলাবে কবে?
জাতি কি পারবে এই যোদ্ধাদের প্রকৃত সম্মান দিতে? নাকি তারা আজীবন নিঃশব্দেই নিঃশেষ হয়ে যাবেন?

একজন শিক্ষক শুধু শিক্ষা দেন না, তিনি জীবন গড়েন—কিন্তু আফসোস, তার নিজের জীবনটা গড়ার সুযোগ কেউ দেয় না! (মতামত)

মো: তানজিম হোসাইন
শিক্ষক ও সাংবাদিক

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি