1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
চা বাগান দেখতে প্রবেশ ফি’ চালুর উদ্যোগ শ্রীমঙ্গলে শ্রম উপদেষ্টা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১ দিনাজপুরে শেষ হলো পাঁচদিস ব্যাপী বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলা হাটহাজারীতে শাহ আনোয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা প্রধান ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন, সংবাদের প্রতিবাদ  পটুয়াখালী ভার্সিটি প্রতিনিধি ও বাংলাদেশ প্রাণিসম্পদ সেক্টরের বিভিন্ন স্টেকহোল্ডারের সাথে মতবিনিময় তেরখাদা উপজেলা আইন শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব গ্রেপ্তার প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের  হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে আবারও ১০ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ ঝিনাইগাতীতে অসুস্থ চেয়ারম্যান রুকনুজ্জামানের সাথে বিএনপি নেতা লুৎফর রহমানের সৌজন্যে সাক্ষাৎ

চা বাগান দেখতে প্রবেশ ফি’ চালুর উদ্যোগ শ্রীমঙ্গলে শ্রম উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ মে, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গলে ভ্রমনে আসা পর্যটকদের কাছ থেকে বিশ টাকা হারে প্রবেশ ফি চালুর নির্দেশনা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ইউরোপে টিউলিপ ফুলের বাগান দেখতে ২৫ ইউরো ফি দিতে হয়। বাংলাদেশের অনেক পর্যটক শ্রীমঙ্গলের চা বাগান দেখতে এসে পনের-ষোল হাজার টাকায় ফাইভ ষ্টার হোটেলে থাকেন, তাদের ২০ টাকা ফি দিয়ে চা বাগান দেখতে সমস্যা কি? চা বাগান দেখার এই প্রবেশ ফি চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে তিনি বলেন এই অর্থ চা শ্রমিকদের কল্যানে ব্যয় করা যেতে পারে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে শনিবার (১৭ মে) সকালে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের সভা কক্ষে চা বাগান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
শ্রম উপদেষ্টা বলেন, চা শিল্প বাংলাদেশের ঐতিহ্যবাহী রপ্তানিখাত, যা এক সময় পূর্ব পাকিস্তানের একমাত্র রপ্তানি পণ্য ছিল। এই শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না। শ্রমিকদের দাবি-দাওয়া পূরণে শ্রমিক-মালিক-সরকারের ত্রিপক্ষীয় আলোচনার মাধ্যমে এই খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানে কাজ করা হবে। তিনি বলেন, চা শিল্পের উন্নয়ন, ও অসন্তোষ দূর করতে ও তাদের দাবী পূরণে শ্রম, অর্থ, বাণিজ্য, শিল্প, কৃষি ও ভূমি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।
শ্রম সচিব এএইচ এম সফিকুজ্জামান এর সভাপতিত্বে মত বিনিময় সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা পরিচালক ওমর মো. ইমরুল মহসিন, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুস সামাদ আল আজাদ, অতিরিক্ত মহা পরিচালক শাহ আব্দুল তারিক, শ্রম কমিশনের সদস্য তপন দত্ত, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন, চা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি পঙ্কজ কন্দ, চা শ্রমিক নেতা, বিজয় বুনার্জি, পরিমল সিং বাড়াইক, জুড়ি ভ্যালির সহসভাপতি শ্রীমতি বাউড়ি, চা শ্রমিক নারী ফোরামের আহবায়ক গীতা রাণী কানু প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় চা শ্রমিক নেতৃবৃন্দ শ্রমিকদের বেতন, স্যানিটেশন, ভুমি অধিকারসহ নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় শ্রম উপদেষ্টা চা শ্রমিকদের জীবন মান উন্নয়নে সরকারের নানা উদ্যেগের কথা উল্লেখ করে বলেন, চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও মৌলিক চাহিদা পূরণে কাজ করছে সরকার। চা শ্রমিকদের জন্য শ্রীমঙ্গলে একটি হাসপাতাল নির্মাণের সম্ভাব্যতা যাচাই চলছে।
একজন চা শ্রমিকনেতা উপদেষ্টাকে জানান, ফুলতলা চা বাগান মালিক ১৪শ’ শ্রমিকের ৬ মাসের বেতন বকেয়া রেখে বিদেশে পালিয়ে যায়। এ নিয়ে উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা তাকে খুঁজে বের করার জন্য পুলিশ সুপারকে নির্দেশ দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি