1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে- – আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত কন্যাশ্রী 12 বছর উদযাপিত হলো সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে কালিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পটুয়াখালী ভার্সিটিতে, সহকারী রেজিস্ট্রারের প্রকাশ্য আক্রমণ: ক্যাম্পাসে উত্তেজনা, তিন দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমার নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মোরেলগঞ্জে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ ঝিনাইগাতীতে বিএনপির নেতৃত্বে তোরজোড়: আহ্বায়ক–সদস্য সচিব পদে চূড়ান্ত লড়াই আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রেড রোডে চলছে তোড়জোড় ও উপস্থিত বোম স্কোয়ার্ভ অফিসাররা খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের মাঝে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

বগুড়ায় সালেহা ডায়াগনস্টিক সেন্টারে লক্ষাধিক টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

মোস্তফা আল মাসুদ, বগুড়া

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজারে অভিযান চালিয়ে ‘সালেহা ডায়াগনস্টিক সেন্টার’কে নানা অনিয়মের দায়ে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৯ মে) বিকালে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান। সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইউএনও জিয়াউর রহমান জানান, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, ক্লিনিকটির এক্স-রে কক্ষ নিরাপদ নয়, ল্যাবে রয়েছে মেয়াদোত্তীর্ণ বিভিন্ন উপকরণ, নিচতলায় জমে আছে পানি, চারপাশে নোংরা পরিবেশ এবং ওটি (অপারেশন থিয়েটার) রাখা হয়েছে অবৈধভাবে। এমনকি প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ক্লিনিক পরিচালনা করা হচ্ছিল। এসব অভিযোগে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা এবং মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এর ১৩ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় এক লাখ ৫ হাজার টাকা।

এ ছাড়া একইদিনে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামের আরেকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউশন সহায়তা দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রুহুল আমীন।

স্থানীয়রা জানান, সালেহা ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোসলেম উদ্দিন গাইবান্ধা জেলার ফুলপুকুরিয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। সরকারি চাকরিতে থেকে তিনি ব্যক্তিগতভাবে ক্লিনিক পরিচালনা করছেন, যা সরকারি বিধিবিধান পরিপন্থী। অভিযানের সময় তিনি নিজের কর্মস্থলে থাকার কথা থাকলেও ক্লিনিকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি