1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম আত্রাইয়ে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন চাকরি দেওয়ার কথা বলে ২০ লক্ষ টাকা নিয়ে যোগাযোগ বন্ধ প্রতারক হাসিনার নরসিংদীর গর্ব বীরশ্রেষ্ঠ মতিউরের ৫৪তম মৃত্যুবার্ষিকী বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাধ্যমিক শিক্ষকদের এন্ট্রিপদ নবম গ্রেড ধরে যৌক্তিক পদসোপান চাই রাজাপুরে অস্ত্রের মুখে মা-ছেলেকে বেঁধে নগদ ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট উলিপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মুন্সিগঞ্জে আওয়ামী লীগের গোপন বৈঠকের অভিযুক্তে ১১৮ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা লক্ষীছড়িতে সেনা অভিযানে ইউপিডিএফের গোপন আস্তানা উন্মোচন

দিনাজপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধিতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি

প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানে সমান সুযোগ নিশ্চিত করতে দিনাজপুরে এক সচেতনতামূলক এডভোকেসি কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার (২০ মে ২০২৫) সকালে শহরের গ্র্যান্ড নূর হোটেলের সম্মেলন কক্ষে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিজেবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘প্রগ্রেস’ প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালায় সহযোগিতা করে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)। বাস্তবায়ন করে দিনাজপুরের ‘উত্তরণ প্রতিবন্ধী সংস্থা’।

কর্মশালায় সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি ছাড়াও অংশ নেন বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মজীবনে অন্তর্ভুক্ত করা ও তাদের জন্য টেকসই উন্নয়নের সুযোগ তৈরি করা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রতিটি মানুষ—যে কোনো ধরনের শারীরিক সক্ষমতা থাকুক না কেন—উৎপাদনশীল শ্রমশক্তি হিসেবে অবদান রাখতে পারে। প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত প্রশিক্ষণ, সহায়ক পরিবেশ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করা গেলে তারা সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় উন্নয়নে ভূমিকা রাখতে পারবেন।

কর্মশালায় আরও জানানো হয়, প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন অনুযায়ী কর্মসংস্থানে তাদের জন্য ন্যায্য অংশ নিশ্চিত করা রাষ্ট্রীয় দায়িত্ব। এ লক্ষ্য বাস্তবায়নে ‘বিবিডিএন’ দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মহলের সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে।

প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা কাজে লাগিয়ে তাদের আত্মনির্ভরশীল করতে এই ধরনের উদ্যোগকে আরও বিস্তৃত করা প্রয়োজন বলে মত দেন আলোচকরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি