1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বারহাট্টায় একটি কলাগাছ দেখতে মানুষের ভীড় - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
২১ শে জুলাইকে সামনে রেখে তৃনমূল কংগ্রেসের প্রস্তুতি সভা হয়ে গেল জয়নগরে তাড়াশে সাপ্তাহিক চলনবিল বার্তার ৮ম বর্ষপুর্তি পালিত দুমকি উপজেলায়, অবিরাম বর্ষণে বিস্তীর্ণ এলাকা প্লাবিত *কয়েকশ’ হেক্টর জমির বীজতলা ক্ষতিগ্রস্থ আমতলিতে ট্রান্সফরমার লাগাতে গিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের মৃত্যু শ্রীমঙ্গল বাবুল রায় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে লালচান চা-বাগান চ্যাম্পিয়ন দক্ষিণ রাউজানে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটির সাংগঠনিক সংলাপ অনুষ্ঠিত শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের অভিযান: একজনকে ১০ দিনের কারাদণ্ড ঝিনাইগাতীতে সেনা সদস্য ও তার পরিবারের বিরুদ্ধে এলাকাবাসীদের মানববন্ধন জাতীয় সমাবেশ বাস্তবায়নে আশাশুনিতে যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজি’র উপস্থিতিতে জেলা পুলিশ লাইনস্ এ বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বারহাট্টায় একটি কলাগাছ দেখতে মানুষের ভীড়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

 

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা) প্রতিনিধিঃ
নেত্রকোণার বারহাট্টায় একটি কলাগাছ দেখার জন্য ভীড় জমাচ্ছেন শত শত মানুষ। শিশু থেকে বৃদ্ধ-সকল বয়সের মানুষজনই আসছেন প্রতিদিন এই গাছ দেখে মনের কৌতুহল মেটাতে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতিমধ্যে ভাইরাল হয়েছে বিষয়টি। ফলে দূর-দূরান্ত থেকেও গাছটিকে একনজর দেখতে আসছেন অনেকেই। এদিকে, বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয়দের কেউ কেউ বিশেষ ফায়দালাভের উদ্যোগ নিয়েছেন। গাছটির আশপাশে অনেকগুলো লাল নিশান টানিয়েছেন তারা।

কলাগাছটির অবস্থান উপজেলার উজানগাঁও গ্রামের কাশেম মিয়ার জমিতে।এ সময় এক ব্যতিক্রম দৃশ্য চোখে পড়ে। সাধারণতঃ দেখা যায়, একটি কলাগাছে একটিই থোর (মোচা) হয়। সেই ‘থোর’ থেকে বেড়ে হয় কলা। কিন্ত এই গাছে প্রায় পঞ্চাশটি থোর হয়েছে। প্রতিটি থোর থেকেই গজাচ্ছে ছোট ছোট ‘কলা’। যদিও এই কলা বড় হয়ে পেকে খাওয়ার উপযোগি হওয়ার সম্ভাবনা কম— তবু বিভিন্ন বয়সের মানুষজন বিষ্ময়মনে গাছটির দিকে তাকিয়ে আছেন। আগত লোকজনের মাঝে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীও রয়েছেন। সকলেই এসেছেন কাঁদা-পানি ভেঙ্গে।

উজানগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুছ ছালাম বলেন, এ রকম থোর হতে আমি দেখি নাই। স্থানীয় এক বৃদ্ধজন বলেন, ৮০বছর বয়স অইছে, এইরকম আমি আর দেখছি না।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথে যোগাযোগ করলে তিনি বলেন কলাগাছে থোর বিষয় টা আমার জানা আছে,তবে আমার কিছু বলার নেই, জেলা প্রশাসন ডিসি স্যার তিনি বিষয় টা যা করার তিনি করবেন। কাশেম মিয়া বলেন, আমি গাছ লাগাইছি কলার জন্য। এইরকম অইবো ভাবছি না। আল্লাহ্র ইচ্ছায় অইছে। প্রত্যেকদিন শত শত লোক আয় গাছ দেখতে। আশপাশের ফসল নষ্ট হয়। ক্ষতির মুখে পরছি। এই জন্য গাছের সাইডে দিয়া জালের বেড়া দিছি। লাল নিশান অন্যরা টানাইছে।
লাল নিশান টানানোর ব্যাপারে স্থানীয় কয়েকজন বলেন, আল্লাহ বিশেষ কুদরতের কারণে এই রকম অইছে। এই গাছ আল্লাহ নিয়ামত। মানুষ যাতে ভয় পায়, দূরে থাকে, এই জন্য আমরা আলোচনা কইরা লাল নিশান টানাইয়া দিছি। পরে গ্রামের সবাই মিলে আলাপ করে যা কিছু করার করব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি