1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার০৪ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৮:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

নড়াইলে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার০৪

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি;

নড়াইলের নড়াগাতী থানার দক্ষিণ ডুমুরিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টা ৩৫ মিনিটে উপজেলার যোগানিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—দক্ষিণ ডুমুরিয়া গ্রামের মো. জসিম মোল্যা (২১), মো. জুম্মন মোল্যা (৩২), লাতিফুর ইসলাম (২৬) এবং মো. কুটি মিয়া চৌধুরী (৪০)।

পুলিশ জানায়, স্থানীয় একটি বাড়ির উঠানে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে—এমন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) এফএম তারেক মাহমুদ ও এএসআই মাহমুদ করিমের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। অভিযানে মোট ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

এদিকে স্থানীয় বাসিন্দাদের অনেকে জানান, দক্ষিণ ডুমুরিয়াসহ আশপাশের এলাকায় মাদকের চলাফেরা বেড়ে গেছে এবং তা তরুণদের বিপথগামী করে তুলছে। একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পুলিশের অভিযান প্রশংসনীয়, তবে তা নিয়মিত হওয়া জরুরি।”

আরেকজন শিক্ষক বলেন, “এই গ্রামে আগেও কিছু ছেলে নেশাগ্রস্ত হয়ে নানা অপরাধে জড়িয়ে পড়েছে। পরিবার, সমাজ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে।”

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের অভিযান এলাকায় স্বস্তি ফেরাচ্ছে। তবে তারা চান, শুধু গ্রেপ্তার নয়—অভিযুক্তদের উৎস ও চক্রটিও চিহ্নিত করে পুরোপুরি নির্মূলের উদ্যোগ নেওয়া হোক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি