1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ম্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর বোনের - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি 

ম্রোতের পানিতে ডুবে প্রাণ গেল দুই সহোদর বোনের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

নিহারেন্দু চক্রবর্তী,(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাঠে গরু আনতে গিয়ে স্রোতের পানিতে ডুবে দুই সহোদর বোন নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।

শুক্রবার (৩০মে) বিকালে উপজেলা গোকর্ণ ইউনিয়নের আকাশিয়া বিলে এ ঘটনা ঘটে। পরে শনিবার (৩১মে) সকালে তাদের লাশ পাওয়া যায়।

নিহতরা হলেন গোকর্ণ ইউনিয়নের মধ্য পাড়ার মিনার আলীর কন্যা মারিয়া(১১) ও তানিয়া(৮)। কিছুদিন হল মিনার আলী প্রবাসী হয়েছেন। চার সন্তানের মধ্যে ওরা দুইজন বড়।

নিহতের পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য দিনের মত শুক্রবার দুপুরে আকাশিয়া বিলে গরু আনতে যায় মারিয়া ও তানিয়া। গরু আনতে গিয়ে তারা দুইবোন খেলাধুলা করতে থাকে। পরে বিকাল চারটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হলে গরু নিয়ে আসার পথে আকাশিয়া বিলের বেড়িবাঁধ এলাকায় সাঁতরে নদী পাড় হওয়ার সময় স্রোতের টানে তারা পানিতে ডুবে যায়। এর পর অনেকে খোজাখুজির করে শনিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতের চাচা দুলাল মিয়া বলেন, মাঠে গরু আনতে গিয়ে আসার সময় আমার ভাতিজিরা স্রোতের টানে ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ অনেক চেষ্টা করে তাদের লাশ উদ্ধারের জন্য। পরে শনিবার সকালে তাদের লাশ পাই আমরা।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খাইরুল আলম বলেন,ঘটনাস্থলে পুলিশ গেছে, তদন্ত করে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা নাসরিন বলেন, রাতে শোনা মাত্রই আমি এসিল্যান্ডকে ঘটনাস্থলে পাঠিয়েছি। সকালে ডুবুরি দল আসার আগেই তাদের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি