1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
‎শাহজাদপুরে ব্রি ধান ১০২, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
রাজবাড়ীতে চাঞ্চল্যেকর ভ্যান চালক রুপলকে পিটিয়ে হত্যা মামলায় শাশুড়ী-পুত্রবধু গ্রেপ্তার সুজানগরের বিএনপির সদস্যসচিব শেখ আব্দুর রউফ কে গুরুতর আহতকারি শীর্ষ সন্ত্রাসীরা ঢাকায় আটক ডুমুরিয়া উপজেলা সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা কমিটির সভা এনসিবি সাহিত্য ও সংস্কৃতি অঙ্গন-এর কেন্দ্রীয় কমিটি ঘোষণা গোমস্তাপুরে কিন্ডার গার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে মানববন্ধন গোপালগঞ্জে মধুমতি নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হিজলায় ইয়াবা সহ আটক ২ ভাঙ্গুড়ায় চুরি বিতর্কে বাঁশের লাঠির আঘাতে আহত ১ কয়লার মূল্য কমিয়ে খনিকে ধ্বংসের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত আলোচিত সোহেল হত্যার প্রতিবাদ ও খুনিদের ফাঁসির দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ ও মানববন্ধন

‎শাহজাদপুরে ব্রি ধান ১০২, বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে


‎মো: মোসলেম উদ্দিন সিরাজী
‎সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
‎তারিখ: ০১/০৬/২০২৫ ইং

‎শাহজাদপুরে চলতি বোরো মৌসুমে নতুন সম্ভাবনাময় জাত ব্রি ধান ১০২ আবাদ করে বাম্পার ফলন পেয়েছে কৃষকেরা। কম সময়ে আবাদ করে ফলন ভালো পাওয়ায় এলাকার কৃষকেরা ব্রি ধান ১০২ চাষে ক্রমশ আগ্রহী হয়ে উঠছেন। বীজতলা থেকে শুরু করে ১৫০ দিনের মধ্যেই এই ধান কেটে ঘরে তুলছেন তারা। অন্যদিকে ব্রি ধান ১০২ চাষ করে প্রতি বিঘা জমিতে ২৮ থেকে ৩২ মণ ধান পাওয়া যাচ্ছে বলে কৃষকেরা জানান। স্থানীয় কৃষি অফিস সূত্র জানা গেছে, চলতি বছরের বোরো মৌসুমে উপজেলার পৌরসভার সহ কায়েমপুর, রূপবাটি, পোরজনা ও হাবিবুল্লাহনগর ইউনিয়নে বিধান ১০২ আবাদ করা হয়েছে। ব্রি ধান ১০২ এর জীবনকাল ব্রি ধান ২৯ এর চেয়ে কম এবং ফলন বেশি। পূর্ণবয়স্ক ব্রি ধানের গাছের উচ্চতা প্রায় ১০৩ সেন্টিমিটার। এই ধানের চালের আকৃতি লম্বা, চিকন ও সাদা। এই ধানের চাল জিংক সমৃদ্ধ। প্রতি কেজি চালে জিংকের পরিমাণ ২৫.৫ মিলিগ্রাম। প্রতি হেক্টর জমিতে ব্রি ধান ১০২ এর গড় ফলন ৮.১০ মেট্রিক টন। তবে যত্ন সহকারে চাষ করলে প্রতি হেক্টর জমিতে ৯.৬০ মেট্রিক টন ধান পাওয়া যায়। যা ব্রি রধান ২৯ এর চাইতে বেশি। সে হিসেবে প্রতিবিঘা জমিতে ব্রি ধান ১০২ চাষ করে কৃষকেরা সর্বনিম্ন ২৮ মন থেকে সর্বোচ্চ ৩২ মন পর্যন্ত ধান পেয়েছেন। তদুপরি ব্রিধান ১০২ আবাদ করা জমিতে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক অনেক কম।
‎উপজেলার শ্রীফলতলা গ্রামের কৃষ্ণন শয়াহিয়া জানান, কৃষি অধিসের পরামর্শে তিনি চলতি বছর ৩ বিঘা জমিতে ব্রি ধান ১০২ আবাদ করেছিলেন। জানুয়ারি মাসের প্রথম দিকে চারা রোপণ করে এখন ধান কাটছেন। তিন বিঘা জমিতে তিনি ৯৬ মন ধান পেয়েছেন। বিন্নাদাইর গ্রামের কৃষক আব্দুল হক বলেন, দুই বিঘা জমিতে ব্রিধান ১০২ আবাদ করে তিনি ৫৬ মণ ধান পেয়েছেন। অন্যদিকে চিথুলিয়া গ্রামের কৃষক আনিসুর রহমান জানালেন, তিনি দুই বিঘা জমিতে এই ধান চাষ করে ৫৮ মন ধান পেয়েছেন। এ বিষয়ে গত বৃহস্পতিবার উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জেরিন আহমেদ জানান, ২০২৪-২৫ অর্থবছরে শাহজাদপুর উপজেলায় ২২০ হেক্টর জমিতে প্রায় ৩৫০ জন কৃষক ব্রি ধান ১০২ চাষ করেছেন। ব্রি ধান- ২৯ এর বিকল্প হিসেবে নতুন সম্ভাবনাময় ব্রি ধান ১০২ চাষ করা হচ্ছে। এ ধানের জীবনকাল ১৫০ দিন, যা ব্রি ধান-২৯ এর চেয়ে কম। হেক্টর প্রতি ফলনও বেশি। যেহেতু ব্রি ধান ২৯ এ পোকার আক্রমণ বেশি হয় এবং ফলন কমে যায়। তাই উপজেলায় ব্রি ধান ১০২ আবাদের প্রতি কৃষকদের আগ্রহ তৈরিতে সম্ভব হয়েছে। তদুপরি প্রতি হেক্টর জমিতে এই ধানের গড় ফলনের চাইতেও বেশি ফলন হয়েছে । আগামী মৌসুমে এই জাতের ধান চাষ আরো বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও জানান ব্রি ধান ১০২ আবাদে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কৃষকদের সর্বাত্মক সাহায্য ও সহযোগিতা করা হচ্ছে যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি