1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডুমুরিয়ায় তিন ঘন্টা তালাবদ্ধ ছিলো সদর ইউনিয়ন পরিষদ শেরপুর সীমান্তবর্তী ভারতে পাচারকালে ৬৩ কেজি শিং মাছ জব্দ করেছে বিজিবি স্থায়ী নিয়োগের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের সংবাদ সম্মেলন গোপালগঞ্জে তথ্য ও সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক দিনাজপুরে মটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন স্থগিত ডুমুরিয়া উপজেলার‌ রানাই গ্রামের ওমর আলী ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে লক্ষ টাকার গাছ কেটে নিয়েছেন ইঞ্জিনিয়ার গোলাম মাওলার সাথে ঝিকুটপত্রের সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চান্দগাঁও থানায় ০৩ জন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার নীলফামারীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১৪ বিলাইছড়ি ইউনিয়নে ৪০০ পরিবারের মাঝে ভিজিএফ বিতরণ

আত্রাইয়ে পার্টনার প্রকল্পের কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

 

আল আমিন মিলন,আত্রাই,প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আত্রাইয়ের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ১ দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১ জুন) সকাল ১০টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে এই পার্টনার প্রকল্পের
কংগ্রেস আয়োজন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. কামাল হোসেনের সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অফিসার শাফলা আক্তার-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, নওগাঁর উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “কৃষিই আমাদের সমৃদ্ধির মূল ভিত্তি। টেকসই কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন, আত্রাই উপজেলা কৃষি অফিসার প্রসেনজিৎ তালুকদার। তিনি বলেন, “কৃষকদের আধুনিক প্রযুক্তি ও কৌশল সম্পর্কে সচেতন করতে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এই পার্টনার কংগ্রেস একটি মাইলফলক হিসেবে কাজ করবে। আমরা চাই কৃষকরা যাতে লাভজনক ও টেকসই কৃষি চর্চা করতে পারেন, সেজন্য সকল পর্যায়ে সহযোগিতা অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় অফিসার মো. আনোয়ার হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সহকারী অধ্যাপক (অব:) এ এফ এম মুনসুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. খোরশেদ আলম প্রমুখ। ওয়ার্কশপে স্থানীয় কৃষক, কৃষি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, এনজিও ফোরাম প্রতিনিধি ও গণমাধ্যম কর্মী।

 

আল আমিন মিলন
উপজেলা প্রতিনিধি,
আত্রাই, নওগাঁ ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি