মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উথলী রেল ইষ্টিশনের প্লাটফর্মে গ্রামবাসীদের উদ্যোগে আকাশ হত্যার প্রতিবাদে ও সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে৯ টায় উথলী ইউনিয়নবাসী ও শো’কার্ত পরিবারের আয়োজনে উথলী রেলস্টেশনের প্লাটফর্মে এ মানববন্ধনে কয়েক’শ নারীপুরুষ অংশগ্রহণ করে। এসময় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৭১৫ আপ কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি বেশ কিছুক্ষণ উথলী রেলস্টেশনে আটকে রাখা হয়। উল্লেখ্য গাফফার আলী ওরফে আকাশ(২৯) উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের জিন্নাত আলীর ছেলে। তিনি চুয়াডাঙ্গা পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন।পরিবারের দাবী গত ২১ মে কর্মস্থল চুয়াডাঙ্গা থেকে বাড়ি ফেরার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী কপোতাক্ষ ট্রেনের ঙ বগি থেকে ফেলে দিয়ে আকাশকে হত্যা করা হয়। এসময়
ট্রেনের ঙ বগিতে দায়িত্বে থাকা টিটিই লালন চক্রবর্তী(৪২),পিতা পুষ্পলাল চক্রবর্তী, জিআরপি পুলিশের এসআই পারভেজ(৩৬) কনস্টেবল কাদের(৪০), এটেনডেন্ট মিলন(৩৭) ও সোহাগ মিয়া(৩৬) আকাশ কে টেনে হেঁচড়ে জোরপূর্বক ট্রেন থেকে ফেলে দেয়।
ঐ বগিতে থাকা একাধিক যাত্রীরা আকাশের হত্যাকাণ্ডের বিষয়ে চাঞ্চল্যকর আরও অনেক তথ্য দিয়েছেন বলে পরিবারের সদস্যদের দাবী।
মাহমুদ হাসান রনি চুয়াডাঙ্গা প্রতিনিধি