1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সুপার সানতুর দিকনির্দেশনা কে কাজে লাগিয়ে অবৈধ অস্ত্রসহ ৩১টি মামলার আসামি আটক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

সুপার সানতুর দিকনির্দেশনা কে কাজে লাগিয়ে অবৈধ অস্ত্রসহ ৩১টি মামলার আসামি আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মো: সাইফুল ইসলাম সানতু বিপিএম (বার) মহোদয়ের নির্দেশনায় জনাব মোঃ আরিফুর রহমান, অফিসার ইনচার্জ, লোহাগাড়া থানা, চট্টগ্রাম এর নেতৃত্বে এসআই(নিঃ)/মোঃ শরিফুল ইসলাম, পিপিএম(বার) সঙ্গীয় ফোর্সসহ ৩০.৫.২৫খ্রিঃ রাত ১১:১৫ ঘটিকার সময় লোহাগাড়া থানাধীন আমিরাবাদ ইউনিয়নের বারআউলিয়া সাকিনস্থ চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়কের পূর্ব পাশে কপিল সাহেবের নির্মানাধীন খামারের সামনে ফাঁকা নির্জন জায়গায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতির সময় অভিযান করে।

ঘটনাস্থলে উপস্থিত হওয়া মাত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে দিক-বেদিক দৌঁড়ে পালানোর চেষ্টাকালে আব্দুল্লাহ প্রকাশ আবুল নুরকে ধৃত করা হয়।

অপর ডাকাতগণ তাদের সাথে থাকা দেশীয় অস্ত্র ফেলে দিক-বেদিক দৌঁড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে ধৃত আসামী- আব্দুল্লাহ প্রকাশ আবুল নুর এর কোমড়ের পিছনে পরিহিত প্যান্টের সাথে গোজানো অবস্থায় একটি দেশীয় তৈরি এল.জি (আগ্নেয়াস্ত্র) এবং তার পরিহিত প্যান্টের বাম পাশের পকেটে ৫রাউন্ড ১২বোর লিডবল কার্তুজ ও একটি ছাই রঙের মুখোশ পাওয়া যায়।

ঘটনাস্থলে পলাতক আসামীগণ পালিয়ে যাওয়ার সময় ফেলে যাওয়া ২টি ধারালো লোহার কিরিচ হাতলের ৩টি ধারালো লোহার ছুরি ২টি মানকি ক্যাপ এবং একটি লোহার শাবল (রড) ঘটনাস্থলে পেয়ে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধার করে সকল আলামত ৩১/০৫/২০২৫খ্রি. রাত ০০.৩০ ঘটিকার সময় জব্দ করিয়া নিজ হেফাজতে গ্রহণ করেন।

ধৃত আসামী’কে সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে সে তার নাম ঠিকানাসহ পলাতক আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করে এবং জানায় যে, সে ও পালিয়ে যাওয়া আসামীগণ পরষ্পর যোগসাজসে লোহাগাড়া থানা এলাকায় মানুষের বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে দেশীয় তৈরি অবৈধ অস্ত্র নিয়ে সমবেত হয়েছিল।

ধৃত আসামী ০১। আব্দুল্লাহ প্রকাশ আবুল নুর এবং পলাতক আসামী- ০২। নাজিম ০৩। কাশেম ০৪। শওকত ৫। ইয়াছিন আরাফাত ও অজ্ঞাতনামা ৮/১০জন আসামী জব্দকৃত উপরোক্ত অস্ত্র-শস্ত্র নিজ হেফাজতে রাখায় এবং বর্ণিত অস্ত্র-গুলি সম্পর্কে তাদের কন্ট্রোল ও স্ব-জ্ঞান থাকায় তারা 19A, 19(f), The Arms Act, 1878 এবং ৩৯৯/৪০২ পেনাল কোড ধারার অপরাধ করেছে।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি মোট ৩১টি মামলায় এজাহারে অভিযুক্ত/তদন্তে প্রাপ্ত আসামী বলে জানা যায়।

এ সংক্রান্তে লোহাগাড়া থানায় ডাকাতি প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা রুজু করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি