1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বিজিবির ইন্ধনে এস এ পরিবহন কুরিয়ারে চোরাচালানী পণ্য বহনের অভিযোগ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

বিজিবির ইন্ধনে এস এ পরিবহন কুরিয়ারে চোরাচালানী পণ্য বহনের অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার :: যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা চোরাচালানী পণ্য ও পাসপোর্ট যাত্রীদের সাথে আনা শুল্ক ফাঁকির পণ্য সামগ্রী দেশের অভ্যান্তরে নিরাপদে পৌঁছাতে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসকে বিজিবির কতিপয় অসাধু কর্মকর্তা সহায়তা দিচ্ছেন বলে অভিযোগ মিলেছে। বিজিবির সোর্স খ্যাত যশোরের রিপন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ওয়াপস অফিসারের বিরুদ্ধে চোরাচালানী পণ্য বহনকাজে এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসকে সহায়তা দেওয়ার অভিযোগ তুলে গনমাধ্যমকর্মীদের বলেন,আগ হতে তথ্য দেওয়া সত্তেও বিজিবির এই অসাধু কর্মকর্তা চোরাকারবারীদের দেওয়া অর্থবানিজ্যে তুষ্ঠ হয়ে কোটি টাকা মূল্যের চোরাচালানী পণ্যবোঝাই কাভার্ডভ্যান ছেড়ে দিয়েছে। ঘটনার বর্ননায় অভিযোগকারী জানান,গতকাল শনিবার (৩১ মে) বিকালে বেনাপোল এস এ পরিবহনের অফিস হতে তাদের নিজিস্ব কার্ভাডভ্যান(ঢাকা মেট্রো উ-১৪-০১৬৯)কোটি টাকা মূল্যের ভারত হতে আসা চোরাচালানী পণ্য বোঝাই করে। তাৎক্ষনিক ঘটনাটি আমি ৪৯ বিজিবির অধিনায়ককে মুঠোফোনে জানালে বিকাল ৪টার কিছু সময় পর বিজিবি ওয়াপস অফিসার পরিচয়ে আমার ফোনে কল দিয়ে গাড়ী নাম্বার জানতে চাই। সেমত আমি গাড়ী নাম্বার দিলে সে আমাকে টহল পার্টি রাস্তায় আছে এবং তারা গাড়িটি আটক করবে জানিয়ে গাড়ীর গতিবিধি লক্ষ্য করতে বলে। এর কিছু সময় পর পরই তিনি আমাকে কল দিয়ে গাড়ীর লোকেশান জানতে চান। এমনকি তার পাঠানো টহল পার্টিও আমাকে কল দিয়ে গাড়িটি ধরবে বলে আশ^স্ত করেন। চোরাচালানী পন্যবোঝাই গাড়ীটি রাত ১০টার পর এস পরিহনের যশোর অফিসের সামনে অবস্থান করলে ওয়াপস অফিসারকে বারংবার কল দিলেও তিনি ফোন কল রিসিভ করেননী ফলে গাড়িটি অবাধে গন্তব্যে পৌঁছে যায়।বেনাপোল সীমান্তের একাধিক সূত্র নিশ্চিত করেন প্রসাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজজে দীর্ঘদিন ধরেই এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস ভারত হতে আসা শুল্ক ফাঁকি ও চোরাচালানী পণ্য বহন করছে। একাজে চোরাকারবারীদের সাথে মোটা অংঙ্কের টাকা চুক্তিতে পণ্য চালানের সাথে জাল জালিয়াতির আদলে ভুয়া ডকোমেন্টস বানিয়ে(এন আইডি কার্ড, ডি এম স্লিপ,অংশান পেপারস ,যাত্রীদের পাসপোর্ট এর ফটোকপি,এলসি কপি)নিজিস্ব গাড়িতে বহন করে দেশের বিভিন্নস্থানে পৌঁছে দেই। অভিযোগ বিষয়ে জানতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের ওয়াপস অফিসারের মুঠোফোনে কল দিলে সোর্স কর্তৃক এস এ পরিবহন কুরিয়ারে চোরাচালানী পণ্য থাকার খবর পাওয়ার সত্যতা স্বীকার করে বিজিবি অফিসার সুজন নাম পরিচয়ে তিনি সাংবাদিককে বলেন এস এ পরিবহন কুরিয়ার প্রতিষ্ঠানটির দূর্নাম করার জন্য এমন সংবাদ দিয়েছে। এস এ পরিবহন কুরিয়ার সার্ভিসে বৈধ্য কাগজপত্র ছাড়া মালামাল নেওয়া হয়না বলে জানা আছে। সোর্সদের সংবাদের ভিত্তিতে বিজিবি চেকিং কার্যক্রম পরিচালনা করে থাকে এমন প্রশ্নে? সব সোর্সদের কথায় আমরা গাড়ী চেক করিনা বলে তিনি আরো জানান।অভিযোগকারী ও অভিযুক্ত বিজিবি কর্মকর্তার বক্তব্যের স্বপক্ষে বিজিবির আভিযানিক কার্যক্রম পরিচালনা বিষয় জানতে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের মুঠোফোনে যোগা যোগের চেষ্ঠা চালালেও সংযোগ না মেলায় বক্তব্য জানা যাইনী। উল্লেখ্য গত ২৪ জানুয়ারী ২৫ইং তারিখ বৃহষ্পতিবার রাত ৯টায় আমড়াখালী চেকপোস্ট এলাকায় এস এ পরিবহনের নিজিস্ব গাড়ী ঢাকা মেট্রো-ড-১৪-০১৭০ নাম্বার কাভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে ৮০ লাখ টাকা মূল্যের কাগজপত্র বিহীন ভারতীয় শাড়ি,থ্রীপিচ, চকলেট,ঔষধ,কসমেটিক্সসহ নানা ধরনের অবৈধ্য পণ্য সামগ্রী আটক করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সদস্যরা। তবে কি এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের সাথে বিজিবির গোপন সমঝোতা আছে এমন প্রশ্ন জনমনে। বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ছোট খাটো শুল্ক ফাঁকি ও চোরাচালানী পণ্য চালান আটক দেখালেও বেশীর ভাগ পণ্য চালান অনায়াসে বেরিয়ে যাচ্ছে। আমড়াখালী চেকপোস্টে বিজিবির নিয়মিত চেকিং কার্যক্রমে অন্যান্য যাবাহন তল্লাশী করা হলেও কুরিয়ার সার্ভিসের গাড়ীগুলো তল্লাশী না করায় চোরচালানী পণ্য বহনে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান গুলো আরো উৎসাহিত হচ্ছে বলে অভিমত এলাকার সুশীল মহলের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি