1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
দিনাজপুরে নবীন দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

দিনাজপুরে নবীন দলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

 

মো:মেহেদী হাসান ফুয়াদ
দিনাজপুর জেলা প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা, দোয়া মাহফিল ও দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।

সোমবার (০২ জুন-২০২৫) দুপুর ১২ টায় শহরের বালুবাড়ী বাঞ্চারাম ব্রীজ সংলগ্ন মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহান স্বাধীনতার ঘোষক, বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও দোয়া মাহফিল শেষে দুস্থ্য মানুষের মাঝে খাদ্য বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ মোফাজ্জল হোসেন দুলাল ও ভারপ্রাপ্ত সাধারন সম্পদাক (ভারপ্রাপ্ত) মুরাদ আহমেদ।

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীণ দল দিনাজপুর জেলা শাখার সভাপতি মো. রেজাউল ইসলাম বাদশা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শওকত উল্লাহ্ মজিদ (বাদশা)’র সঞ্চালনায় কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ মোকাররম হোসেন, সহ-সভাপতি মাহবুব আহমেদ, আক্তারুজ্জামান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও বিএনপি নেতা মোস্তফা কামাল মিলন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. রুবেল ইসলাম, সাধারণ সম্পাদক আবুজার সেতু, জেলা নবীন দলের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহম্মেদসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে বিএনপি, যুবদল, নবীণ দল, ছাত্রদলসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নবীন দলের উদ্যোগে দোয়া মাহফিলে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাওয়ার পাশাপাশি তার আদর্শ লালন করে পথ চলার আহ্বান জানান। একইসঙ্গে আগামীতে রাষ্ট্র বিনির্মাণে সবাইকে একত্রে কাজ করার ওপর তাগিদ দেন। আলোচনা ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মহান আত্মত্যাগ ও দেশপ্রেমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তার লক্ষ্য ও আদর্শ রক্ষার প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। দোয়ার অনুষ্ঠান শেষে উপস্থিত সবার মধ্যে খাবার পরিবেশন করার পাশাপাশি দুস্থ্য অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি