1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
মনপুরায় ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পেকুয়া উপজেলা জাসাস এর প্রতিবাদ সমাবেশ আমতলীতে জাল ওয়ারিশ সার্টিফিকেট প্রদান করায় ইউপি চেয়ারম্যান কারাগারে সফলতার শীর্ষে ওসি বাঁশখালী গোমস্তাপুরে কাঁদা পানি উপেক্ষা করে বিএনপির উদ্যোগে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে লিফলেট বিতরণ দিনাজপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩০ বোতল এবং তরল ৪ লিটার ফেনসিডিল সহ আটক-১ দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত

মনপুরায় ঈদুল আযহাকে সামনে রেখে জমে উঠেছে পশুর হাট

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

মো আব্দুল গফুর সিকদার
ভোলা জেলা প্রতিনিধি।
ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন জেলার ন্যায় মনপুরা উপজেলার বাংলাবাজারে ও পশুর হাটগুলো জমজমাট হতে শুরু হয়েছে। সরেজমিন ঘুরে আজ ১ জুন রোজ রবিবার বিকেল ৫:০০ ঘটিকার সময় বাংলা বাজার দেখা যায় এমন পশুর হাটের চিত্র। এরমধ্যে মনপুরার বাংলা বাজার সর্ববৃহৎ পশুর হাট হিসেবে পরিচিত উপজেলার পশুর হাট জমজমাট হয়ে উঠেছে। ঈদের কুরবানিকে ঘিরে ব্যাপক প্রস্তুত ও প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে এ হাটে। প্রতি হাটেই বাড়ছে পশুর সংখ্যা, একই সঙ্গে প্রতিদিন বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের ভিড়।
ক্রেতারা বলছেন, অন্য বছরের তুলনায় এ বছর গরুর দাম কম রয়েছে । তবে খামারিরা বলছে উল্টো কথা। গরুর লালন পালনে পশু খাদ্যের দাম অনেক বেশি সে তুলনায় গরুর দাম অনেক কম। পশু হাটের দায়িত্বে থাকা উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,প্রতিদিন হাটে কমপক্ষে ২০০-৩০০ টি গরু ছাগল,ভেড়া দেখা গেছে। মনপুরা উপজেলার এই হাটটিতে পশুর হাট এবছর পশু বিক্রিতে এ অঞ্চলে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। মনপুরার বিভিন্ন গ্রাম থেকে আগত খামারিরা নিয়ে আসছেন নিজ নিজ বাড়ি বা খামারে লালন-পালন করা গরু, ছাগল, ভেরা।
বড় ব্যবসায়ী ছাড়াও অনেক ছোট খামারি ও চাষিরা গরু- ছাগল নিয়ে আসছে এই হাটে। উপজেলা প্রশাসন থেকে জানা গেছে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মনপুরা উপজেলায় এ বছর কুরবানির জন্য প্রস্তুত রয়েছে অসংখ্য গরু,ছাগল,ভেড়া।
মনপুরার বাংলাবাজার হাটে শুধু স্থানীয় নয়, মনপুরার বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতাদের দেখা যাচ্ছে।
হাট পরিচালনায় নিয়োজিত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন, হাটে পশু পরিবহন, ক্রয়-বিক্রয়, এবং হাট ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠন করা হয়েছে মনিটরিং টিম।

মনপুরায় কোড়ালিয়া বাজার,সিরাজগঞ্জ বাজার,বাংলাবাজার, হাজিরহাট বাজার এই বছর কুরবানির পশুর হাট জমে উঠেছে বলে দেখা গিয়েছে। খামারিরা বলছেন এ বছর হাটে ভালো দাম পাওয়া যাচ্ছে না। বাজারের পশু বিক্রেতারা জানান,বাজারে আমদানিকৃত পশুগুলো সুস্থ ও উন্নত, দামও তুলনামূলকভাবে হাতের নাগালে।তবে এবারের ঈদুল আজাহায় দেশীয় গরুর কদর বেড়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি