1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কুলতলীতে কুমির আতঙ্ক!বনদপ্তরের তৎপরতায় জালে - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ :
শিবগঞ্জে বিনামূল্যে বই ও রাস্তার ধারে গাছ লাগিয়ে আনন্দ পাই বই প্রেমিক নাহিদ জামালপুরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে জীবননগর-আলমডাঙ্গায় পৃথক হত্যাকাণ্ডে ৩ জনের মৃত্যুদণ্ড মাদক ব্যবসায়ী ২জন ৭৭০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার। ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের যৌথ অভিযান: নেট-পাটা ও জাল উচ্ছেদে কঠোর পদক্ষেপ নিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল আমিন আত্রাইয়ে জামায়াতের জাতীয় মহাসমাবেশ সফল করতে র‍্যালি ও সমাবেশ খাগড়াছড়িতে ৮ম শ্রেণি পড়ুয়া কিশোরী ধর্ষণের অভিযোগে আটক ৪ দুমকির চর বয়রায় , অবকাঠামো থাকলেও নেই শিক্ষক-শিক্ষার্থী বগুড়ায় প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় বৃদ্ধাসহ একই পরিবারের দুই নারীকে গলা কেটে খুন গোপালগঞ্জে সহিংসতার পর যৌথ অভিযানে আটক ২০, পরিস্থিতি স্বাভাবিক

কুলতলীতে কুমির আতঙ্ক!বনদপ্তরের তৎপরতায় জালে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

কুতুব উদ্দিন মোল্লা, কুলতলী

ম্যানগ্রোভ ঘেরা সুন্দরবন আর এই সুন্দরবনের দ্বীপ এলাকার মানুষদের প্রতিনিয়ত জীবন জীবিকা নির্বাহ করার জন্য জলে কুমির ডাঙ্গায় বাঘের সাথে লড়াই করে বেঁচে থাকতে হয়। জীবন যুদ্ধে প্রতিদিন কুমির এবং বাঘের সাথে যুদ্ধ যেন নিত্যদিনের সঙ্গী এলাকাবাসীদের। লোকালয়ে কুমির ঢুকে পড়ায় আতঙ্কিত এলাকার মানুষজন। তড়িঘড়ি খবর দেওয়া হয় বনদপ্তরকে বনদপ্তরের বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে কুমিরটিকে জাল বন্দি করে। মঙ্গলবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ময়রাচক গ্রামে কুমির আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি দিলীপ দলুই এর পুকুরে একটি কুমির ভাসতে দেখে এলাকাবাসীরা।এরপর কুমিরের আতঙ্কে আতঙ্কিত হয়ে পড়ে এলাকার মানুষজন। খবর দেওয়া হয় বনদপ্তরকে। কুমিরটিকে ধরার জন্য টুলু পাম্পের মাধ্যমে পুকুরের সমস্ত জল সেচের ব্যবস্থা করা হয়। মঙ্গলবার পুকুরের জলস্তর কমে গেলে এলাকাবাসীরা দেখতে পায় প্রায় সাড়ে পাঁচ ফুটের একটি কুমির। এরপর বন দপ্তরের পক্ষ থেকে পুকুরটির চারদিক ঘিরে ফেলা হয় এবং প্রায় বেশ কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কুমিরটিকে ধরতে সক্ষম হয় বনদপ্তরের কর্মীরা। এ বিষয়ে পিয়ালী বিট অফিসার আবু জাফর মোল্লা জানিয়েছেন, গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পুকুরে কুমির দেখে এলাকার মানুষজন। এরপর খবর দেওয়া হয় বনদপ্তরকে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং পুকুরের জল কমিয়ে আমরা কুমির থেকে ধরে ফেলি।আমাদের প্রাথমিক অনুমান কুমিরটি মাতলা নদী থেকে এই লোকালয়ে ঢুকে পড়েছে। কুমিরটিকে উদ্ধারের পর শারীরিক পরীক্ষা করা হবে এবং শারীরিক পরীক্ষা করার পর পুনরায় এই কমিরটিকে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি