মোঃ মিনারুল ইসলাম (বগুড়া জেলা প্রতিনিধি)
কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শনিবার সন্ধ্যা রাতে বিলাস বহুল হোটেল মম ইনয়ে গিয়ে ফুলেল সংবর্ধনা দিয়েছেন উপজেলার ৯ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এ সময় উপস্থিত ছিলেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, সোনারায় ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান আলতাব, নেপালতলী ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, বালিয়াদীঘি ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী ফকির, কাগইল ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা, রামেশ^রপুর ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব মন্ডল, মহিষাবান ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডল, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, দুর্গাহাটা ইউপি চেয়ারম্যান শাহীদুল কবীর টনি।
সংবর্ধনাকালে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ অরুন কান্তি রায় সিটন বলেন, গাবতলী উপজেলাকে এগিয়ে নিয়ে যেতে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরও আরো অগ্রনী ভুমিকা পালন করতে হবে।