1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
শেরপুরে চাদাঁবাজির অভিযোগে কথিত সাংবাদিক নোমান গ্রেফতার - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি  উল্লাপাড়ায় জামাত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ তিস্তার গতি-প্রকৃতি উজানের দেশের ওপর নির্ভরশীল: উপদেষ্টা রিজওয়ানা হাসান বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের উপদেষ্টার সাথে মতবিনিময় অনুষ্ঠিত কারবালার শিক্ষা সত্যের পতাকা — দরবারে জিলানী শরীফে ওয়াজ মাহফিল গোপালগঞ্জে সন্ধ্যায় আসে মাইক্রোবাস, নামে যুবতীরা — কী হচ্ছে শাপলা গেস্ট হাউসে

শেরপুরে চাদাঁবাজির অভিযোগে কথিত সাংবাদিক নোমান গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর:
মিথ্যা খবর প্রকাশ ও মামলা করার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ আদায়ের অভিযোগে শেরপুরের কথিত সাংবাদিক আবু হানিফ মোহাম্মদ নোমান (৪৫)ওরফে তারকাটা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ৩ জুন মঙ্গলবার সন্ধায় নারায়নপুর মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ ৪ জুন বুধবার দুপুরে কারাগারে পাঠিয়েছেন আদালত। গ্রেফতারকৃত আবু হানিফ মোহাম্মদ নোমান শহরের নারায়নপুর মহল্লার মৃত রহুল আমীনের ছেলে।জানা যায়, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সর্ববৃহৎ শিল্পপ্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের কর্মকর্তাদের কাছে ৫ আগষ্ট পরবর্তী সময়ে একাধিকবার মিথ্যা খবর প্রকাশ ও মিথ্যা মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ আদায় করে। গত ২৩ মে ইদ্রিস গ্রুপের মিডিয়া কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবুর কাছে চাঁদা দাবী করেন মিথা খবর প্রকাশ ও মিথ্যা মামলার ভয়ভীতি দেখিয়ে চাদাঁ দাবী করেন এবং চাঁদা না দিলে ইদ্রিস কোম্পানী কোমর ও পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন কথিত সাংবাদিক নোমান।এ ঘটনায় ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের পক্ষে কোম্পানীর মিডিয়া কর্মকর্তা রাজাদুল ইসলাম বাবু বাদী হয়ে সদর থানায় ৩ জুন চাদাঁ দাবি ও চাদাঁ আদায়সহ হুমকি প্রদানের অভিযোগে বিতর্কিত কথিত সাংবাদিক নোমানের বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশ তাকে গ্রেফতার করে।এদিকে কথিত এই সাংবাদিক আবু হানিফ মোহাম্মদ নোমান দীর্ঘদিন ধরে সরকারী-বেসরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছে তার। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নোমানের বেশি কিছু অডিও ক্লিপ (কল রেকর্ড) ভাইরাল হয়।এতে নোমান এক ব্যাক্তিকে বলেন আমি নোমান শেরপুরের ওয়ান পিস। আমি এক বারের বেশি কাউকে ফোন দেই না,আমি ডিসিকেও একবারের বেশি ফোন দেই না,ডিসি ফোন না ধরলে ডিসির চাকরি খেয়ে ফেলি। শেরপুরের ডিসিকে নিয়ে এ ধরনের মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।এছাড়াও রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিবর্গ উপদেষ্টা,এনসিপির কেন্দ্রীয় নেতা,রাজনীতিবিদ ও সাংবাদিকসহ সরকারি বিভিন্ন কর্মকর্তাদের জড়িয়ে অপপ্রচার ও চাদাঁবাজি করে আসছিলো। এ সংক্রান্ত একাধিক ভয়েস রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিভিন্ন মহলের পক্ষ থেকে সাংবাদিকতার মহান পেশাকে কলোষিত করা এ আবু হানিফ মোহাম্মদ নোমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী উঠছিলো।এ ব্যাপারে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা বলেন,সাংবাদিকতায় কেউ আসলে আমরা স্বাগত জানাই। কিন্তু একটি আইডি কার্ড সংগ্রহ করে কেউ সাংবাদিক দাবী করে মানুষকে হয়রানি ও চাদাঁবাজি করার বিষয়টি আমরা মেনে নিতে পারিনা।এসব কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি।প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন,সাংবাদিকতার নাম ভাঙ্গিয়ে মহান এ কাজকে যারা কলুষিত করবে তার পাশে আমরা দাড়াতে পারিনা।বরং আমরা এ অনৈতিক কাজের সাথে জড়িত ব্যক্তির বিরুদ্ধে কঠোর শাস্তি দাবী করছি।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামীকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি