1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
কুরবানির পশুর হাটে লুটপাটের মহোৎসব, ভ্রাম্যমাণ আদালতে আটক - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি  উল্লাপাড়ায় জামাত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

কুরবানির পশুর হাটে লুটপাটের মহোৎসব, ভ্রাম্যমাণ আদালতে আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই বাজারে, কোরবানির পশুর হাটে সরকার নির্ধারিত ফি অমান্য করে, অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে ।
গোপন সংবাদের ভিত্তিতে, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন, পুলিশ ও আনসারের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে।
বুধবার (৪ জুন ২০২৫) বিকালে অভিযানে ঘটনাস্থল থেকে একজন রশিদ লেখককে আটক করা হয়েছে এবং হাট ইজারাদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার সাহা বলেন, “ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের খবর পেয়ে হাট ইজারাদার পালিয়ে গেলেও একজন রশিদ লেখককে আটক করা সম্ভব হয়েছে।
সরকারি নির্ধারিত ফি উপেক্ষা করে অতিরিক্ত অর্থ আদায় একটি গুরুতর অপরাধ। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হচ্ছে, যার সর্বোচ্চ শাস্তি ১৪ বছরের কারাদণ্ড হতে পারে ।”
তিনি আরও জানান, অভিযানে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা শাহআলম খন্দকার বাদী হয়ে হাট ইজারাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন।
এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন,
“ঘটনার তদন্ত শেষে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয়দের অভিযোগ, প্রতি কোরবানির মৌসুমেই হাট ইজারাদাররা অতিরিক্ত টাকা আদায় করে থাকেন। এতে সাধারণ ক্রেতা ও বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হন এবং হাটে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
এ ধরনের অনিয়ম প্রতিরোধে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তাঁরা হাট ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি এবং কঠোর আইন প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি