1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বরানগর ন - পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ করল - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ফারুক মুনিরের পরিবারের পাশে বিএনপি নেতা সাঈদ আল নোমান দগ্ধ শিশুদের বাঁচানো সেই সাহসিকা নারী শিক্ষিকা মাহরিন চৌধুরী আর নেই আন্তর্জাতিক লায়ন্স কনভেনশনে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২ গভর্নর আসেফ বারী টুটুল আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাটহাজারীতে সদস্য সংগ্রহ জনসমাবেশে মীর হেলাল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান রাউজানে জমিয়ত শিক্ষাবোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ কামারখন্দ উপজেলার ফারিয়ার সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান (লিখন) আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) নিশান এনজিওর ৫০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের সংবাদ সম্মেলন

বরানগর ন – পাড়া দাদাভাই সংঘের খুঁটিপুজো ২২তম বর্ষে পদার্পণ করল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

 

আজ ৮ ই জুন রবিবার, সকাল দশটায় , শারদ উৎসব ২০২৫, আর এই ২০২৫ শারদ উৎসবের, ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনা হলো অঞ্জন পালের উদ্যোগে, ন-পাড়া দাদাভাই সংঘে ,এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে।

উপস্থিত ছিলেন অধ্যাপক ও সাংসদ সৌগত রায়, বিধায়িকা সায়ন্তিকা ব্যানার্জী, বরানগর পৌরসভার পৌর প্রধান শ্রীমতী অপর্ণা মৌলিক, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র জগতের অভিনেত্রী শতাব্দী রায়, অপরাজিতা আঢ্য, মেঘনা মিত্র , দেবরাজ চক্রবর্তী, উপস্থিত ছিলেন মধু মহারাজ, অরূপ দাস, পিয়ালী চৌধুরী, পুজো কমিটির কার্যকরী সভাপতি শ্রী বাবলু ঘোষ ,নান্টু নন্দী, অরূপ চ্যাটার্জী, পুজো কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বন্দ, নিতাই ভদ্র ,চঞ্চল সাহা সহ অন্যান্যরা।

সুন্দর একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, এবারে ২২ তম বর্ষের খুঁটি পুজোর শুভ সূচনায়, সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পড়িয়ে পুষ্পস্তবক এবং একটি করে চারা গাছ দিয়ে সম্বোর্ধীত করেন।

আজ খুঁটিপুজো উপলক্ষে, ন-পাড়া দাদাভাই সংঘ, তীর্থ ভারতী প্রাইমারী স্কুল ও ফরওয়ার্ড কলোনি, জিএসএফ প্রাইমারি স্কুল, এই দুটি স্কুলকে কম্পিউটার ও ব্যাগ দিয়ে সম্মানিত করে সামাজিক দায়বদ্ধতা পালন করলেন। ন -পাড়া দাদাভাই সংঘ শুধু পুজোয় করেন না ,সারা বছর ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সামাজিক কাজে যুক্ত থাকেন।,

তবে ন- পাড়া দাদা ভাই সংঘ বিগত কয়েক বছর দর্শকদের চমক দিয়ে আসছেন, এবং বহু পুরস্কারে ভূষিত হয়েছেন, এবছর উদ্যোক্তা বলেন, দর্শকদের আবার নতুন চমক দিতে চলেছি, আলোকসজ্জা, প্রতিমায় এবং প্যান্ডেলে, তবে দর্শকদের কথা মাথায় রেখেই একটা কথাই বলবো, যেহেতু কবির শুরু হয়েছে, আপনারা ভ্যাকসিন নিয়ে থাকলেও, একটু সতর্ক থাকবেন। আজ আমরা সমস্ত ধর্মের মানুষকে নিয়েই এই খুঁটিপুজোর শুভ সূচনা করলাম এবং সম্প্রীতির বার্তা দিলাম।

এর সাথে সাথে বরানগর অঞ্চলের দুটো ক্লাবকে আমরা আর্থিক সাহায্য করতে পেরে খুশি, যাহারা সামাজিক কাজ করে প্রতিষ্ঠিত হয়েছেন। সর্বদায় মানুষের পাশে রয়েছেন, ন-পাড়া বিবেকানন্দ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং ন-পাড়া হাসিখুশি ক্লাব। দুটি ক্লাব সারা বছর সমাজ সংস্কারের কাজ করে থাকেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিথিরা জানান ,‌ ন-পাড়া দাদাভাই সংঘ ৫০ টি ক্লাবকে একত্রিত করে একটু একটু করে এগিয়ে চলেছে, শুধু পূজার মধ্য দিয়ে নয়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ও সামাজিক কাজে মানুষের পাশে সর্বদাই থাকার চেষ্টা করেন, পুজো মানেই ন -পাড়া দাদা ভাই সংঘ , একটা আলাদা চমক তুলে ধরে। আর পূজো কয়েকদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মেতে ওঠেন, টলিউড বলিউড এর অভিনেতা অভিনেত্রীরা ন-পাড়া দাদা ভাই সংঘে উপস্থিত হন।

ন-পাড়া দাদাভাই সংঘের উদ্যোক্তা ও মুখ্য সংগঠক‌ শ্রী অঞ্জন পাল বলেন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, যিনি ইউনেস্কো এনে দিয়েছেন, যাহার অনুপ্রেরণায় এবং উদ্যোগে বাঙ্গালীদের বড় উৎসব দুর্গাপূজো অনুষ্ঠিত হয়, এই দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকার ব্যবসা এনে দিয়েছেন, আমাদের পুজো দেখতে লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় ,আর এবছরও আমাদের আরো নতুন চমক আসছে।। বিশ্বের বুকে আমরা সমাদৃত হয়েছি, ২০২২ এ সিলিকনের প্রতিমা আমাদেরকে জয় এনে দিয়েছে।, আমাদের প্রতিমা নেতাজী সুভাষচন্দ্র বিমানবন্দরে স্থায়ী ভাবে প্রতিষ্ঠা হচ্ছে।

আমাদের পুজোয়, বিভিন্ন সেলিব্রেটি এসেছেন ও খেলোয়াড় এসেছেন।, দেব, সোহম, প্রসেনজিৎ, সুধা চন্দন, শত্রুঘ্ন সিনহা, শুভশ্রী, জুন মালিয়া, মিমি চক্রবর্তী, বিনোদ কামলী ক্রিকেটার, রিফান পাঠান ক্রিকেটার সহ অন্যান্যরা।
এই বছর বহু টলিউড ও বলিউড অভিনেতা অভিনেত্রীরা আসবেন। আমাদের পুজো শুধু উত্তর কলকাতা ও মধ্য কলকাতায় সীমাবদ্ধ নয়, আমাদের পুজো ভারতবর্ষের বাইরে স্থান পেয়েছে ,, এমনকি ঝাড়খন্ড, বাংলাদেশ ও বিহারের পত্রিকায় আমাদের প্রতিমা ছবি সহ ছাপানো হয়েছে। আমরা তাদের কাছে গর্বিত, আমরা কৃতজ্ঞ সকল দর্শক ও পুজোপ্রেমীদের কাছে। আমরা কৃতজ্ঞ এলাকাবাসীদের কাছে, তাহাদের সহযোগিতা ছাড়া কোন কিছুই সম্ভব নয়। আসুন ধর্ম বর্ণ নির্বিশেষে, পুজোর আনন্দে মেতে উঠুন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি