1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ করলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ :
উলিপুরে পারফরম্যান্স বেজড গ্র্যান্টস স্কিমে পুরস্কার বিতরণ আত্রাইয়ে বর্ষার আগমনে বেড়ে যায় ছাতা কারিগরদের ব্যস্ততা নামমাত্র রাষ্ট্র, নামমাত্র বিচার, নামমাত্র জীবন মহেশপুর সীমান্তে বিজিবির অভিযান: পাটক্ষেত থেকে উদ্ধার হলো বিদেশি অস্ত্র ও গুলি সাজিদের মৃত্যর সুষ্ঠু তদন্ত চায় তার পরিবার: ড. নাসিরুদ্দিন মিঝি গোপালগঞ্জের কোটালীপাড়ায় ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকে নামে , থানায় মামলা দায়ের ডিসি অফিসে স্মারকলিপি দিয়েও আশ্রয়ণ প্রকল্পে ঘর পেল -না প্রকৃত ভূমিহীনরা চট্টগ্রাম সিটিতে যানজটের কারণে নগরবাসী অতিষ্ঠ বেলকুচিতে উন্মুক্ত লটারির মাধ্যমে ডিলার নির্বাচিত বগুড়া ধুনটে তরুন সমাজ কতৃক ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে রান্না করা খাবার বিতরণ করলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
সামাজিক ও মানবিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামের অক্সিজেন এলাকার শীতলঝর্ণা আবাসিক এলাকায় অবস্থিত বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমে আশ্রিত মা বাবাদের মাঝে আজ ৯ জুন সোমবার সকাল দশটায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে রান্না করা খাবার বিতরণ করা হয়। খাবারের মধ্যে ছিল – রান্না করা গরুর মাংস, বাকরখানি, চাউলের রুটি, পরোটা ও ফ্রুট।

সংগঠনের যুগ্ম মহাসচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক ফারহানা আফরোজের সার্বিক ব্যবস্হাপনায় এবং সংগঠনের সাংগঠনিক সচিব ও অনুষ্ঠান উদযাপন পরিষদের সদস্য সচিব স ম জিয়াউর রহমানের নির্দেশনায় আয়োজিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমেের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানী, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী, মুসা আলম খান চৌধুরী, মো : আলমগীর হোসেন, সিরাজুম মনিরা, আবু হানিফ জনি প্রমুখ।
এসময় সিলেট থেকে সরাসরি অনলাইনে সংযুক্ত হয়ে বৃদ্ধাশ্রমের মা বাবাদের শুভেচ্ছা জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও মানবিক সংগঠক মো : শহিদুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন সিলেট ও চট্টগ্রাম বিভাগের মানুষের সেতু বন্ধন, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির সামাজিক ও মানবিক সংগঠন। এ সংগঠন সবসময়ই মানুষের কল্যাণে কাজ করে আসছে এবং আজীবন মানুষের ও মানবতার কল্যাণে কাজ করবে।
বক্তারা সকল মানবিক মানুষকে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত থাকার এবং দেশ ও জাতির উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান।

সংক্ষিপ্ত আলোচনা শেষে রান্না করা খাবার সমূহ বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা ও পরিচালক মাওলানা গোলামুর রহমান রাব্বানীর হাতে তুলে দেন অনুষ্ঠানের আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফারহানা আফরোজ ও চট্টগ্রাম জেলা কমিটির সহ সভাপতি মো জসিম উদ্দিন চৌধুরী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি