1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
নড়াইলে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার কুখ্যাত ডাকাত ‘মনির গুণ্ডা’ ও তার চক্র - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরের কালীগঞ্জে গরুসহ ৭ গরু চোর আটক ফয়সল আলীম ভাইয়ের জন্মদিনে শুভেচ্ছা ক্যারিয়ার গঠনে দিকনির্দেশনা ও সম্মাননা: পলাশবাড়ীর কৃতি সন্তান ইউসুফ আল কারযাভী ছাত্র শিবির গাইবান্ধা জেলা শাখার সেক্রেটারি নির্বাচিত লালমনিরহাট কালীগঞ্জ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার ডুমুরিয়ায় গুটুদিয়া কোমল পুর গাজীর মোড়ে ‌রেবেকা হত্যাকারী ধর্ষক প্রদ্যুৎকে‌ গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সমাবেশ ও মানববন্ধন সুনামগঞ্জ-৪ আসনে জমিয়তের সমন্বয় সভা। জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়ে দেশ গড়ার আহবান আশাশুনিতে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত সারমিন আক্তার এখন সাড়ে ১১ শতক জমির বৈধ মালিক জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে পঞ্চগড়ে ম্যারাথন

নড়াইলে সেনাবাহিনীর অভিযানে গ্রেফতার কুখ্যাত ডাকাত ‘মনির গুণ্ডা’ ও তার চক্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৯৬ বার পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান,
নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল, ৯ জুন:
বাংলাদেশ সেনাবাহিনীর এক সাহসী অভিযানেই গ্রেফতার হয়েছেন মাগুরার শীর্ষ ডাকাত মনিরুল ইসলাম, পরিচিত ‘মনির গুণ্ডা’, যার বিরুদ্ধে মাগুরা জেলায় একাধিক ডাকাতি ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগ রয়েছে। অভিযান পরিচালিত হয় দুপুর ১২টা থেকে বিকেল ৩টা ৫০ মিনিট পর্যন্ত, নড়াইল সদর হাসপাতালে সেনা ও পুলিশের যৌথ টহলদল কর্তৃক।

মনির গুণ্ডার সঙ্গে গ্রেফতার হয়েছেন তার চক্রের আরও চার সদস্য—বিল্লাল হোসেন, তোকু ভূঁইয়া, রিপন মাহমুদ এবং শাহারিয়া। অভিযানের সময় তারা নড়াইল ও আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল বলে জানা গেছে।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম, পিতা নুরুল ইসলাম মাস্টার, শিকদারপাড়া, বেরইল, মাগুরা সদর এলাকার বাসিন্দা। বিল্লাল হোসেন, পিতা আব্দুর রশিদ, বাটজোর, মাগুরা থেকে আসা। তোকু ভূঁইয়া, পিতা নুরুল মোল্লা, মাগুরা এলাকার একজন সন্ত্রাসী। রিপন মাহমুদ, পিতা খায়রুল ইসলাম এবং শাহারিয়া, পিতা কিবরিয়া মোল্লা, মণিরামপুর, বেরইল, মাগুরা থেকে গ্রেফতার হওয়া অন্যান্য সদস্যরা।

অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশীয় ধারালো ছুরি, যেটি ডাকাতির কাজে ব্যবহৃত হচ্ছিল।

এছাড়া, গোয়েন্দা তথ্য মতে, চক্রের আরেক সদস্য নড়াইল সদর হাসপাতালে ভুয়া পরিচয়ে ভর্তি ছিলেন, যিনি বর্তমানে তদন্তাধীন। মাগুরা থানায় তার বিরুদ্ধে ডাকাতির একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃতরা এখন নড়াইল থানা পুলিশের হেফাজতে রয়েছে এবং মাগুরা পুলিশ তাদের নিজ হেফাজতে নিতে রওনা হয়েছে।

সেনাবাহিনীর এই অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার বোধ জাগিয়েছে এবং অপরাধ চক্রের ধ্বংসযজ্ঞ ঘোষণা করেছে। গোয়েন্দা সংস্থাগুলো অভিযান শেষে এলাকাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং পলাতক সদস্যদের ধরতে তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি