1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
অতিরিক্ত ভাড়া আদায়ে নোয়াখালীতে সেনাবাহিনীর অভিযান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
পেকুয়ায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা বৈঠক ‎ভাঙ্গুড়ায় উপজেলা শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল আশাশুনির গোয়াল ডাঙ্গা বাজারে জামায়াতের পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামে পরিবারের হয়রানি থেকে রক্ষা পেতে ও স্বামীর পরিবারকে হুমকির প্রতিবাদে জান্নাত ফাতেমার সংবাদ সম্মেলন জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর আকাশমুনি ও ইউক্যালিপটাস রাজাপুরে শান্তি ও সম্প্রীতি রক্ষায় পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত খাগড়াছড়িতে কিশোরী ধর্ষনের মামলায় ৪ ধর্ষককে আটক

অতিরিক্ত ভাড়া আদায়ে নোয়াখালীতে সেনাবাহিনীর অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

রাসেদ বিল্লাহ চিশতীঃ ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণের চাইতে অতিরিক্ত ভাড়া আদায়ে নোয়াখালীতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে নোয়াখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় সোনাপুর বাস টার্মিনাল, সিএনজি স্ট্যান্ডে ঢাকাগামী দূরপাল্লার আন্তঃজেলা বাস ও আঞ্চলিক সড়ক পথে সিএনজি গুলোতে তল্লাশি চালানো হয়েছে।
আজ সোমবার (৯ জুন) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সোনাপুর জিরো পয়েন্ট, বাস টার্মিনাল, দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টার ও সিএনজি স্ট্যান্ড গুলোতে ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে ফেরত যাত্রীদের থেকে বাড়তি ভাড়া আদায় রোধে চেক পোস্ট বসিয়ে দীর্ঘ ৪ ঘন্টা ধরে নোয়াখালী আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

এ-র আগে গতকাল রাতে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীর চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে গণপরিবহনসহ বিভিন্ন ছোট-বড় যানবাহনে এমন তল্লাশি চালানো হয়েছে।

নোয়াখালী সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোঃ মাহমুদুল হাসান হিমেল জানান, ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর নজরদারী চলমান রয়েছে। যাত্রীদের নিরাপত্তা, যান চলাচলের শৃঙ্খলা রক্ষা এবং দালাল চক্র ও অসাধু পরিবহন মালিকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

এছাড়াও ঈদ-উল-আযহা উপলক্ষে যৌথ বাহিনীর টহল দল বাস কাউন্টার এবং সিএনজি স্টেশনে অতিরিক্ত ভাড়া আদায় রোধে তাৎক্ষনিক ভুক্তভোগীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেয়ার ব্যাবস্থা করেন এবং পুলিশের সহয়তায় অতিরিক্ত ভাড়া আদায়কারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করেন।

এ সকল কার্যক্রমের ফলে সাধারণ জনগণ ঈদ যাত্রায় স্বস্তি অনুভব করছেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে। ঈদ যাত্রায় নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে নোয়াখালী জেলার সকল আর্মি ক্যাম্পের সেনাবাহিনী চেকপোস্ট ও মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি