তপন দাস
নীলফামারী প্রতিনিধি
কম খরচে বেশি লাভ হওয়ার কারণে নীলফামারীতে এবার বেড়েছে মরিচের চাষ।
উচু দোয়াশ মাটিতে ফলন ভালো হওয়ায় এবং দাম ও চাহিদা বেশি থাকায় চাষিরা মরিচ চাষে প্রতি মনোযোগ দিচ্ছে বেশি। অল্প জমিতে বেশি ফলন এবং অধিক মুনাফা পাওয়ায় কৃষকদের মাঝে লাভ জনক একটি ফসল হয়ে উঠেছে মরিচ চাষ। তাই দিন দিন নীলফামারীতে বেড়েই চলেছে মরিচের চাষ।
জেলার ৬ উপজেলার যেদিকে চোখ পড়ে সেদিকে শুধু দেখা মিলে স্হানীয় জাতের মরিচের পাশাপাশি মলিকা, বিন্দু, হট, মাষ্টার, সুরক্ষা সহ অসংখ্য উচ্চ ফলনশীল জাতের মরিচের ক্ষেত।
কয়েকজন মরিচ চাষী কৃষকের সাথে কথা হলে তারা জানান মরিচ আমাদের একটি মসলা জাতীয় ফসল, তাই আমরা প্রতিবছর মরিচের চাষাবাদ করে থাকি কারন মরিচ চাষে অধিক লাভ বান হওয়া যায় আর অল্প জমিতে অধিক ফলন ও মরিচ চাষে খরচ কম হওয়ায় আমরা মরিচ চাষ করে থাকি । তারা আরো বলেন গতবছরের তুলনায় এবছর জেলায় মরিচের চাষ খুব ভালো হয়েছে কারণ আবহাওয়া এবার মরিচ চাষের অনুকূলে থাকায় মরিচের চাষ বেশি হয়েছে , এবং গতবছরের তুলনায় এবছর মরিচের দাম ও একটু ভালো ।
এবিষয়ে নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন এবছর নীলফামারীর সদর জেলায় ৩৯০ হেক্টর জমিতে মরিচের চাষ করা হয়েছে , মরিচ চাষে কম খরচ এবং অল্প জমিতে অধিক ফলন পাওয়ায় এবং দাম ভালো পাওয়ার কারনে জেলায় এবছর মরিচের চাষ বৃদ্ধি পেয়েছে , এবং উচ্চ ফলনশীল জাতের মরিচ চাষের বিষয়ে আমরা জেলার কৃষকদের মাঝে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছি ।