মোঃ হেকমত আলী মন্ডল জেলা প্রতিনিধি পঞ্চগড় ।
পঞ্চগড়ে 56বিজিবি নীলফামারী ব্যাটালিয়ন কতৃক আয়োজিত গত 12/05/24 ইং রবিবার বিকাল 4.30 টায় মালকা ডাঙ্গা ও ডানা কাটা ক্যাম্পের মাঝা মাঝি স্থান কালিয়াগঞ্জ ইউপি মাঠে সিমান্ত এলাকার জনসচেতনতা মুলক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি 56 বিজিবি অধিনায়ক লেঃ & কর্নেল জনাব,আসাদুজ্জামান হাকিম স্যারের আগমনে দুই ইউনিয়ন চেয়্যার-ম্যান আঃমমিন ও আঃরহিম সহ জেলা সাংবাদিক গন এবং সিমান্ত কেচ -ম্যান এলাকার হাজার হাজার মানুষের উপছে পড়া ভীড় দেখা যায়।অধিনায়ক বলেন সমগ্র বাংলাদেশের সমগ্র বিজিবি ও বিশ কৌটি জনগন প্রতিজ্ঞা করলে রাষ্ট্র কে দূর্নীতি,চোরা চালান,মানব পাচার,মাদক মূক্ত,সমাজ,রাষ্ট্র জাতীকে উপহার দেওয়া সম্ভব।বিজিবি একাই মূক্ত করা অসম্ভব। কারন রাষ্ট্রের জনগন ও প্রশাসন সকলেই একটি শান্তি কামী পরিবার। মহা জন সভায় সহযোগী ছিলেন অধিনায়কের পি এ বিল্লাল সাহেব।বিশেষ সহযোগীতায় ডানা কাটা ক্যাম্পের কোম্পানী কমান্ডার জনাব, দারাজ উদ্দীন সাহেব, সাথে হাবিলদ্বার জনাব,ফয়সাল সাহেব সহ মালকা ডাঙ্গা ও ডানা কাটা ক্যাম্পের অত্যান্ত সিমান্ত প্রহরী দ্বায়ীত্ব শীল লিডার গন।স্বাধীন বাংলার 56 ব্যাটালিয়ন বিজিবি গন জাতীর একমাত্র বিশ্বাস,আস্থা ও ভরসা জানান সমগ্র পঞ্চগড় বাসী।