1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সাতকানিয়া উপজেলায় ঘটে যাওয়া ঘটনা কি হত্যা নাকি আত্মহত্যা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
সাগরদাঁড়িতে কপোতাক্ষ নদে শ্যাওলা জমে কাঠের ব্রিজ হুমকির মুখে, পরিদর্শনে ইউএনও উলিপুরে ভিক্ষুকদের পুনর্বাসন: “আর ভিক্ষা করব না”—ছাগল পেয়ে আবেগাপ্লুত পঙ্গু বছির শেরপুরের শ্রীবরদীতে জাল সনদে শিক্ষকের উচ্চতর গ্রেড,বেতন ফেরতের নির্দেশ দিনাজপুরে জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ঈশ্বরদীর সাঁড়া ঘাটে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গুলি, মাদক, কংকাল,সহ আটক ৩ নীলফামারী পৌরসভার উদ্যোগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে মারধোর ও প্রাণনাশের হুমকি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক লোহাগড়ায় জমি বিরোধে বাবা-ছেলে নিহত পেকুয়ায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান

সাতকানিয়া উপজেলায় ঘটে যাওয়া ঘটনা কি হত্যা নাকি আত্মহত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কামরুল ইসলাম চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় সেগুন গাছের সাথে গলায় গামছা পেঁচিয়ে মো. মামুন (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে যাওয়ায় এই বিষয়ে সাতকানিয়া উপজেলার মানুষের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া । গত বুধবার (১১ জুন) সকালে উপজেলার পুরানগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বৈতরণী গ্রামের সাঙ্গু নদী সংলগ্ন একটি সেগুন বাগান থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করা হয় এই বিষয়ে গ্রামবাসীদের মধ্যে কেউ বলছেন হত্যা কেউবা বলছে আত্মহত্যা। মামুন ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে ও পেশায় একজন দিনমজুর।
নিহতের পরিবারের লোকজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত মো. মামুন পেশায় একজন দিনমজুর। মঙ্গলবার তার মা চট্টগ্রাম শহরে এক নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। তখন মামুন বাড়িতে ছিল না। সে বাইরে থেকে বাড়িতে এসে তার মাকে খুঁজতে শুরু করে।
এ সময় তার বড় বোন তাদের মা চট্টগ্রাম শহরে গেছে বলে মামুনকে জানান। তখন মামুন রাগান্বিত হয়ে বাসা থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সে পুনরায় বাড়িতে ফিরে এসে উতপ্ত আচরণ শুরু করে বাড়ি থেকে বের হয়ে যায়।
একই দিন রাতে সে বাড়িতে ফিরে না আসলে পরিবারের সবাই তাকে অনেক খোঁজাখুঁজি করেন। পরে তাকে না পেয়ে তার বাবা ছিদ্দিক আহমদ বুধবার সকালে পুনরায় তাকে খুঁজতে বের হন।
খোঁজাখুঁজির একপর্যায়ে সাঙ্গু নদী সংলগ্ন একটি বাগানে সেগুন গাছে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মামুনকে ঝুলতে দেখা যায়। পরে তাকে (মামুন) মৃত অবস্থায় গাছ থেকে নামানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
মৃত মামুনের বাবা ছিদ্দিক আহমদ বলেন, আমার ছেলে এভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে এটা আমরা ভাবতে পারছিনা আমার সন্তান কোন কারণ ছাড়াই কে আত্মহত্যা করবে। তবে কেন বা কি কারণে সে আত্মহত্যা করেছে তা আমি জানি না আসলে কি আমার ছেলে আত্মহত্যা করেছে নাকি আমার ছেলে কে হত্যা করা হয়েছে।

সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা জয়ন্ত বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি