1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
হিলিতে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ পুলিশের অভিযানে আটক ১১ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বুধবার, ১৬ জুলাই ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দশ দফা দাবী নিয়ে,ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ী ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়ন, বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন দিলেন চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকারা নবান্ন অভিযান করতে গিয়ে, পুলিশের সাথে ধস্তাধস্তি ও গন্ডগোল বাঁধে দিনাজপুরে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা বাবার সংজ্ঞা পটুয়াখালীর গলাচিপায়, বজ্রপাতে দু’টি গরু নিহত চাঁপাইনবাবগঞ্জ স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে কেয়ার স্পেশালাইজড হাসপাতালে বহির্বিভাগ চালু প্রসঙ্গে সংবাদ সম্মেলন নরসিংদীর শিবপুরে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) কর্মশালা অনুষ্ঠিত। বিলাইছড়িতে ইউএনও’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন জাতীয় নাগরিক পার্টি  উল্লাপাড়ায় জামাত শিবিরের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

হিলিতে শিশুকে ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবকসহ পুলিশের অভিযানে আটক ১১

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

কৌশিক চৌধুরী হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হাকিমপুরে পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে (৬) বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে আজিজার রহমান (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ওই শিশুর অভিভাবক কৌশলে অভিযুক্তকে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের পূর্বক আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন।
এছাড়া পুলিশের নিয়মিত অভিযানে সাজা প্রাপ্ত, জুয়া খেলার অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।
আজ উপজেলার আলিহাট ইউনিয়নের পল্লিতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজার রহমান বড় আলীহাট গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

অন্য দিকে থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে নারী ও পুরুষ সহ ১০ জনকে আটক করেছে।
আটককৃত আসামীরা হলেন ইকবাল হোসেন, মোঃ বাবু মিয়া, মোছাঃ রনি বেগম, মোছাঃ নাসিমা বেগম, আলমগীর কাজী, মামুনুর রশিদ, জাকির হোসেন, মজির আলী, ইকবাল সরকার, জসিম উদ্দিন।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সুত্রে জানাগেছে, শুক্রবার দুপুরের দিকে বাড়ি অদুরে একটি আমবাগানে খেলা করছিল শিশুটি। পরে শিশুটির প্রতিবেশী পাকা আম খাওয়ানোর লোভ দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে সন্ধ্যার দিকে শিশুটির পরিবার বিষয়টি জানতে পেরে কৌশলে অভিযুক্ত কে বাড়িতে ডেকে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। থানায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও নিয়মিত পুলিশের অভিযানে জুয়া খেলা অপরাধ ও ওয়ারেন্ট মূলে নারী ও পুরুষ ১০ আসামিকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কৌশিক চৌধুরী
হিলি, দিনাজপুর প্রতিনিধি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি