1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:১০ অপরাহ্ন
সর্বশেষ :
সাংবাদিক ফারুক মুনিরের পরিবারের পাশে বিএনপি নেতা সাঈদ আল নোমান দগ্ধ শিশুদের বাঁচানো সেই সাহসিকা নারী শিক্ষিকা মাহরিন চৌধুরী আর নেই আন্তর্জাতিক লায়ন্স কনভেনশনে নিউইয়র্কের ডিস্ট্রিক্ট ২০-আর২ গভর্নর আসেফ বারী টুটুল আক্কেলপুর ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসক সংকট নিরসনের দাবিতে মানববন্ধন অমর একুশে জুলাই -শহীদ স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানালেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় হাটহাজারীতে সদস্য সংগ্রহ জনসমাবেশে মীর হেলাল ফ্যাসিবাদ বিরোধী ঐক্যবদ্ধ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারেক রহমান রাউজানে জমিয়ত শিক্ষাবোর্ডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ কামারখন্দ উপজেলার ফারিয়ার সভাপতি মো: জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো: মশিউর রহমান (লিখন) আজ ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের সলো ফ্লাইট ট্রেনিং (Solo Flight Training) নিশান এনজিওর ৫০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রাহকদের সংবাদ সম্মেলন

পটিয়ায় ঐতিহাসিক হাজী আনোয়ার আলী জামে মসজিদ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

স ম জিয়াউর রহমান,চট্টগ্রাম থেকে :
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশ্ববর্তী পটিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহাসিক “হাজী আনোয়ার আলী জামে মসজিদ” সংরক্ষণ ও সংস্কারের দাবিতে আজ ১৫ জুন রবিবার শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টায় মসজিদ প্রাঙ্গণের সামনে চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়কে পটিয়া ইতিহাস সংরক্ষণ পরিষদের উদ্যোগে স্থানীয় নাগরিক ও বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মসজিদটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এটি দক্ষিণ চট্টগ্রামের মুসলিম সমাজের ইতিহাস, সংস্কৃতি ও স্থাপত্য ঐতিহ্যের একটি অমূল্য নিদর্শন। ১৮ শতকের শুরুতে দানবীর হাজী আনোয়ার আলী কর্তৃক নির্মিত এই মসজিদটি বর্তমানে সড়ক সম্প্রসারণের কারণে ঝুঁকির মুখে পড়েছে, যা স্থানীয়দের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।
পরে একটি প্রতিনিধি দল পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে চার দফা দাবিতে মসজিদটি সরকারিভাবে প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা হিসেবে স্বীকৃতি প্রদান, সংরক্ষণ ও সংস্কার, তথ্যফলক স্থাপন এবং মহাসড়ক সম্প্রসারণ পরিকল্পনায় মসজিদটি অক্ষত রাখার ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

পটিয়া ইতিহাস ঐতিহ্য রক্ষা পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক লেখক গবেষক আলহাজ লায়ন মোঃ আবু ছালেহ্ বলেন, “চট্টগ্রামের হুলাইন এলাকার ‘মুসা খা মসজিদ’ ধ্বংস হয়ে যাওয়ার মতো দুঃখজনক ঘটনা যেন পটিয়ায় পুনরাবৃত্তি না হয়। এই মসজিদ রক্ষা শুধু পটিয়ার জন্য নয়, এটি জাতীয় ঐতিহ্য সংরক্ষণের অংশ।” স্থানীয় ইতিহাস সচেতন সচেতন নাগরিকগণ আশাবাদ ব্যক্ত করেন, উপজেলা প্রশাসন এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং একটি ঐতিহাসিক স্থাপনাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করবে।

মানববন্ধন কর্মসুচী ও স্মারক লিপি প্রদান কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি, বিশিষ্ট ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, দৈনিক প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বিশিষ্ট প্রাবন্ধিক নেচার আহমদ খান, মুসলমান ইতিহাস সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মানিক, আইরিন সোলতানা, মো. ফরহাদ,মো. মিসকাত, তাজুল ইসলাম, মিসবাহ উদ্দিন, হারুনর রশীদ, রবিউল হুসাইন, ইমতিয়াজ, রিয়াদ, সাইফুল্লাহ চৌধুরী, ফারুক আহমেদ রাজু,মোরশেদ আলী, মনছুর আলম, ইকবাল হোসেন, আহমদ মিশকাত প্রমু

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি