1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবা নিহত এলাকায় শোকের ছায়া - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৭:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
বীরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত আধুনিক উল্লাপাড়া রূপকার, উন্নয়নের স্বপ্নদ্রষ্টা এম আকবর আলী টঙ্গী প্রেস ক্লাবে বর্ণিল ফল উৎসবে সাংবাদিকদের মিলনমেলা সাতক্ষীরা পশ্চিম সুন্দরবনে এক জেলের মৃত্যু উখিয়ায় আইনশৃঙ্খলার অবনতি: গলা কাটা অবস্থায় জনপ্রিয় ইউপি মেম্বারের মরদেহ উদ্ধার উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধান অবদান আমার-এম. আকবর আলী সিরাজগঞ্জ সদর কোর্ট অফিস বার্ষিক পরিদর্শন সম্পন্ন উল্লাপাড়াকে শিক্ষা নগরী হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রধান অবদান আমার-এম. আকবর আলী গোপালগঞ্জে গ্রাম পুলিশ সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের নেতৃত্বে অভিযান

ঝিনাইদহে ছেলের কোদালের আঘাতে বাবা নিহত এলাকায় শোকের ছায়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

 

ঝিনাইদহ প্রতিনিধি মোঃ অমিদ হাসান

মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে নির্মমভাবে প্রাণ গেলো বাবার; পারিবারিক জমিতে কাজ করতে গিয়ে ঘটলো মর্মান্তিক এ ঘটনা

 

ঝিনাইদহ সদর উপজেলার শঙ্করপুর গ্রামে পারিবারিক জমিতে কাজ করতে গিয়ে ছেলের হাতে খুন হয়েছেন শাহাদাত হোসেন (৬৫) নামের এক বাবা। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শাহাদাত হোসেন শঙ্করপুর গ্রামের বাসিন্দা এবং তাইজেল হোসেন ওরফে তাজেরের পুত্র। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, তিনি সকালে তাঁর ছেলে ফয়সাল হোসেনকে নিয়ে বাড়ির পাশের জমিতে ঝালের ক্ষেতে কাজ করছিলেন। একপর্যায়ে কথা কাটাকাটির সূত্র ধরে মানসিকভাবে অসুস্থ ফয়সাল হঠাৎ ক্ষিপ্ত হয়ে কোদাল দিয়ে বাবার মাথায় সজোরে আঘাত করেন। ঘটনাস্থলেই শাহাদাত হোসেন মারা যান।

এলাকাবাসী দ্রুত ফয়সালকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। হত্যার দৃশ্য প্রত্যক্ষ করে আতঙ্ক ও শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো এলাকা।

প্রতিবেশী আবদার হোসেন বলেন, “কাজ করতে করতে হঠাৎ ঝগড়া শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই ফয়সাল কোদাল দিয়ে আঘাত করে। রক্তে ভেসে যায় চারপাশ।”
আরেক প্রতিবেশী আলী আজম জানান, “নিহত শাহাদাত হোসেন জামায়াতে ইসলামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। এর আগেও সে তার মাকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছিল।”

বেতাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর হোসেন জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে ফয়সালকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।”

এই নির্মম ঘটনায় পুরো শঙ্করপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একজন বাবার এমন করুণ মৃত্যু এবং ছেলের হাতে তাঁর জীবনপ্রদীপ নিভে যাওয়া এমন ঘটনা এলাকাবাসী কখনো কল্পনাও করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি