মোঃ আব্দুল আজিজ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
পাবনার ভাঙ্গুড়ায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ মৎস্য ও পশুখাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ মে) বিকালে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎনগর বাজারের মাধুর্য মেডিসিন ও পোল্ট্রি ফিড এবং হিমেল ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে মাধুর্য মেডিসিন ও পোল্ট্রি ফিডের মালিক আব্দুল মালেককে ২০ হাজার এবং হিমেল ট্রেডার্সের মালিক আবু ওমর নাহিলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখান থেকে মেয়াদোত্তীর্ণ পশু খাদ্য ও ওষুধ জব্দ করে তা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় ভাঙ্গুড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমিসহ পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিয়া আক্তার রোজী বলেন, মেয়াদোত্তীর্ণ মৎস্য ও পশু খাদ্য এবং ওষুধ বিক্রির দায়ে মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০ অনুযায়ী ওই দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।