1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন ইউএনও - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
সরিষাবাড়ীতে দেশীয় অস্ত্র দ্বারা হত্যার উদ্দেশ্যে মারধোর ও প্রাণনাশের হুমকি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের শোক লোহাগড়ায় জমি বিরোধে বাবা-ছেলে নিহত পেকুয়ায় ছাত্রদলের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান বান্দরবান পার্বত্য জেলায় আইন-শৃঙ্খলা বৈঠক ‎ভাঙ্গুড়ায় উপজেলা শ্রমিক দলের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নিহত চারজনের ময়নাতদন্ত ছাড়া দাফন-সৎকার সম্পন্ন কুড়িগ্রামের প্রবীণ সাংবাদিক মমিনুল ইসলাম মঞ্জুর ইন্তেকাল আশাশুনির গোয়াল ডাঙ্গা বাজারে জামায়াতের পথসভা অনুষ্ঠিত চট্টগ্রামে পরিবারের হয়রানি থেকে রক্ষা পেতে ও স্বামীর পরিবারকে হুমকির প্রতিবাদে জান্নাত ফাতেমার সংবাদ সম্মেলন

সিংড়ায় কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন ইউএনও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহিম আলী,
সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলার বিলদহর ব্রীজের নিচে আত্রাই নদীতে জমে থাকা কচুরিপানা পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

নৌকা চলাচল, মৎস্যজীবি ও কৃষকের সুবিধার জন্য পানির প্রবাহ নিশ্চিত করতে প্রায় দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করেন ইউএনও।

উপজেলা পরিষদের অর্থায়নে গত ১৫ জুন থেকে ১৭ জুন পর্যন্ত তিনদিনে পরিষ্কার করা হয় কচুরিপানার স্তুপ।

স্থানীয়রা জানান, গত কয়েক মাস ধরে আত্রাই নদীর বিলদহর ব্রীজের কচুরিপানার স্তুপ জমে ছিল। এতে করে নৌকা চলাচল, কৃষকের ফসল ঘরে তোলা ও মৎস্যজীবিদের মাছ শিকারে বাধাগ্রস্ত হচ্ছিল। কচুরিপানা পরিষ্কার করে নদীর পানি প্রবাহ নিশ্চিত করার জন্য এ এলাকার মানুষের দীর্ঘ দিনের দাবি ছিল। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে তিনি পরিস্কার করার উদ্যোগ গ্রহণ করেন।

সে দাবি বাস্তবায়নে ইউএনও মাজহারুল ইসলাম উপজেলা পরিষদের অর্থায়নে দেড় কিলোমিটার নদীর কচুরিপানা পরিষ্কার করতে নিজে দাঁড়িয়ে থেকে শ্রমিক দিয়ে কাজ শুরু করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম বলেন, এ নদীতে সারাবছর নৌকা চলাচল করতো। কিন্তু এ বছর নদীতে পানি আসার সময় কচুরিপানা জমে যাওয়ার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়। ফলে নৌকা চলাচলসহ এ এলাকার লোকজন বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়। ইউএনও মহোদয়ের উদ্যোগে এখন পরিস্কার হয়েছে। আমরা তার প্রতি কৃতজ্ঞ।

স্থানীয় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক সরদার বলেন, এই নদী দিয়ে আত্রাই, সিংড়া হয়ে পাবনা যাতায়াত করা যায়। কয়েক মাসে কচুরিপানার জন্য নৌকা চলাচলে বাধাগ্রস্ত হয়। সিংড়ার ইউএনও মহোদয় আমাদের দুঃখের কথা শুনেছেন। তিনি উদ্যোগ নিয়ে নদীর কচুরিপানা পরিস্কার করে দিয়েছেন। এ অঞ্চলের মানুষের কষ্ট লাঘব হয়েছে। এলাকাবাসী হিসেবে আমরা খুবই আনন্দিত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিলদহর এলাকায় আত্রাই নদীর প্রায় দেড় কিলোমিটার কচুরিপানার স্তুপ জমেছিল। এতে করে অত্র এলাকার মানুষের দূর্ভোগ বেড়ে যায়। বিষয়টি জানার পর সরেজমিনে পরিদর্শন করি এবং স্থানীয়দের সহযোগিতায় উপজেলা পরিষদের অর্থায়নে তিন দিনে শ্রমিক দিয়ে কচুরিপানার স্তুপ পরিস্কার করেছি। নদীর পানি প্রবাহ এখন স্বাভাবিক হয়েছে। নৌকা চলাচলসহ জনদূর্ভোগ লাঘব হয়েছে।

নদীর পানির প্রবাহ নিশ্চিত করায় এলাকার কৃষক, মৎস্যজীবি থেকে সব পর্যায়ের লোকজনের প্রশংসায় ভাসছেন ইউএনও মাজহারুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি