আব্দুল মজিদ (স্টাফ রিপোর্টার) সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের কে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।১৩ মে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের বাস্তবায়নে অত্র প্রতিষ্ঠানের শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাবে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যাললের সাবেক প্রধান শিক্ষক আব্দুল বাকী। এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ মোতাহার হোসেন, সিনিয়র সহকারী শিক্ষক আব্দুল মতিন, সহকারী শিক্ষক আব্দুল কুদ্দুস, রাজু আহমেদ, তরুন কুমার ভদ্র, প্রশিক্ষক মনির হোসেন,কম্পিউটার ল্যাব অপারেটর সুমন রেজা।উল্লেখ বাংলাদেশের ৩শ টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০০ জন শিক্ষার্থীদের কে স্মার্ট নাগরিক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে পাইথন প্রোগ্রামিং বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে। এর মধ্যে সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় আওতাভুক্ত হয়েছে।যেখানে থাকছে ডিজিটাল স্মার্ট বোর্ড,শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব সহ আধুনিক সুযোগ সুবিধা। প্রতিদিন তিনটি ব্যাচে পনের দিন করে এক মাস চলবে এ প্রশিক্ষণ।