1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রকল্পের সমাপনী কর্মশালা - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসারের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক সমিতির উদ্যোগে, অশালীন ভাষার বিরুদ্ধে- সাংবাদিক সম্মেলন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিবেশ রক্ষায় ‘সাদা পাথর’-এর গুরুত্ব পুকুরের পাড় কেটে দেওয়ায় ভেসে গেল সব মাছ বারহাট্টায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু সফলতার পথে সবুজ ছোঁয়া দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই বিতরণ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত পাইকগাছার তালতলা-গোয়ালবাথানে ৩ হাজার তালগাছ রোপন উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান “প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে

ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রকল্পের সমাপনী কর্মশালা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।
খুলনায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রথম সংশোধিত প্রকল্পের আওতায় সমাপনী কর্মশালা বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১ টায় কৃষ সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চল খুলনা অতিরিক্ত পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে দেন পরিচালক(অবঃ), প্রশাসন ও অর্থ উইং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার কাজী আব্দুল মান্নান,
নোট স্পিকার একল্প পরিচালক, ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প,প্রকল্প পরিচালক ফজলুল হক মনি, প্রমুখ।
খুলনার জেলা কর্মকর্তা, ৯টি উপজেলা থেকে উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন।
সভায় জলবায়ু পরিবর্তনের বেশ ঝুঁকি রয়েছে।এই ঝুঁকি সেভাবে না থাকলেও এ জেলার কৃষকেরা আধুনিক কৃষিতে পিছিয়ে পড়ছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উচ্চ তাপমাত্রা, ঝড়, জলোচ্ছ্বাসের কারণে এ অঞ্চলের ফসলের জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ ঘটে, শুষ্ক মৌসুমে মিষ্টি পানির অভাব দেখা দেয়, শীতকাল থাকে কম সময়, মাটিতে বেশি দিন ‘জো’ ধরে রাখা যায় না। এসব কারণে রবি ও খরিপ মৌসুমে এ অঞ্চলের মোট ৫ লক্ষ ৫৪ হাজার হেক্টর চাষযোগ্য জমির মধ্যে প্রায় ১৯ হাজার হেক্টর সাময়িক পতিত জমি ও ৬৬ হাজার হেক্টর স্থায়ী পতিত জমি সম্পূর্ণ বা আংশিক অনাবাদী থাকে। এসব দিক বিবেচনা করে লাগসই কৃষি প্রযুক্তি, উত্তম পানি ও মাটি ব্যবস্থাপনা, স্থানীয় ও জলবায়ুর অভিঘাত সহনশীল ফসল ও ফসলের জাত চাষের মাধ্যমে এ অঞ্চলের ফসলের উৎপাদন ও দানশীলতা বাড়ানো হবে এবং পতিত ও আংশিক অনাবাদী জমিকে চাষের আওতায় এনে ফসলের নিবিড়তা বৃদ্ধি করা হবে।
কৃষি সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীদার এবং উন্নত প্রযুক্তির সফল প্রয়োগকারীদের সাফল্যের উদাহরণগুলো অন্য কৃষকদের জন্য উপস্থাপনের উদ্দেশ্যে প্রকল্প মেয়াদে প্রকল্পভূক্ত উপজেলা পর্যায়ে ৯০টি কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করা হবে। প্রকল্প পরিচালকের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসার ৩ (তিন) দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজন করবেন। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ডিএই’র সংশ্লিষ্ট অতিরিক্ত পরিচালক ও সংশ্লিষ্ট উপপরিচালকবৃন্দ কৃষি প্রযুক্তি মেলা পরিবীক্ষণ ও মূল্যায়ন করবেন।
প্রকল্প এলাকায় যেখানে লবণাক্ততাজনিত কারণে ও সেচের পানির অভাবে রবি এবং খরিপ-১ মৌসুমে অনেক জমি পতিত থাকে, সেখানে উপযোগী ৩০ শতাংশ জমির জন্য মিনি পুকুর খনন (২০ মিটার X১০ মিটার X৩ মিটার) বা ৬০০ ঘনমিটার আয়তনের ১ টি করে মোট ৭০০টি মিনি পুকুর খনন করে সেচের পানি সংরক্ষণ করা হয়েছে ।এবং প্রকল্পের উপযুক্ত প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের অভিযোজন কৌশল হিসেবে লবণাক্ত বা পতিত জমিতে এর দ্বারা সেচের মাধ্যমে ফসল চাষের আওতায় আনা হয়েছে।
প্রকল্প এলাকার জলবায়ু ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়ায় এর ক্ষতির প্রভাবমুক্ত উৎপাদন পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ শাক-সবজি (ক্যাপসিকাম, গ্রীষ্মকালীন টমেটো, ব্রোকলি, স্কোয়াশ), ফল (স্ট্রবেরি, মেলন), ফুল (জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা) উৎপাদন এবং আগাম ও অফ-সিজন সবজি চারা তৈরির জন্য প্রকল্প এলাকায় প্রতিটি ৮০০ বর্গ মিটার আয়তনের মিস্ট ও ড্রিপ সেচ সম্বলিত ৮টি পলি নেট হাউজ নির্মাণ করা হয়েছে। উল্লেখ্য খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন এবং ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তি ব্যবহারের জন্য একটি প্রকল্প চলছে। এই প্রকল্পের মাধ্যমে, কৃষকদের জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করা হচ্ছে।
অনুষ্ঠিত সার্বিক সঞ্চালনায় ছিলেন খুলনা সিনিয়র মনিটরিং কর্মকর্তা ধিমান‌ মজুমদা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি