1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
রাত পোহালেই জগন্নাথের রথযাত্রা উৎসব, চলছে তোর জোর, আকর্ষণ পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি মগরাহাট পশ্চিমে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডায়মন্ড হারবার জেলা পুলিশের জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মোরেলগঞ্জে ৪৩২ পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ ঝিনাইগাতীতে বিএনপির নেতৃত্বে তোরজোড়: আহ্বায়ক–সদস্য সচিব পদে চূড়ান্ত লড়াই আমতলীতে নিবন্ধিত শিশুদের মাঝে বার্ষিক উপহার বিতরন ৭৮তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে, রেড রোডে চলছে তোড়জোড় ও উপস্থিত বোম স্কোয়ার্ভ অফিসাররা খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের মাঝে রচনা ও বিতর্ক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান খাগড়াছড়িতে হেফাজতে ইসলামের জেলা কাউন্সিল অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা ঘিরে বিতর্ক জয়পুরহাটে ডিসি কাপ ফুটবলের ফাইনাল আগামীকাল, পাঁচবিবি উপজেলা বনাম জয়পুরহাট পৌরসভা বান্দরবান পার্বত্য জেলা পুলিশ লাইন্স স্কুলের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাত পোহালেই জগন্নাথের রথযাত্রা উৎসব, চলছে তোর জোর, আকর্ষণ পুরীর মন্দিরের আদলে প্যান্ডেল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬০ বার পড়া হয়েছে

 

আজ ২৬ শে জুন বৃহস্পতিবার, দুমাস ধরে চলছে বিগেট মাঠে তোড়জোড়, রাত পোহালেই রথযাত্রা উৎসবে মেতে উঠবে, ইসকনের মন্দিরের ভক্তবৃন্দরা, তাই চলছে প্যান্ডেল শেষ করার তোড়জোড়, তবে বেশ কয়েকদিন ধরে বৃষ্টির ফলে অনেকটাই বাধা প্রাপ্ত হচ্ছে প্যান্ডেল কর্মীরা, তাহারা জানান আমাদের কিছু করার নাই, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে দেওয়ার, কিন্তু বৃষ্টি বারবার আশায় আমরা থমকে পড়েছি। কারণ মাঠের চতুর দিকে জল ও কাদা। জিনিসপত্র আনতে অসুবিধা হচ্ছে।

সুদূর পূর্ব মেদিনীপুরের কন্টাই থেকে প্যান্ডেলের কর্মীরা এসেছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইসকনের প্যান্ডেল তৈরির কাজে, তাহারা জানান, প্রায় একমাস ধরে আমরা এই প্যান্ডেলটি তৈরি করছি, যে সকল জিনিসগুলি দেখতে পাচ্ছেন , সেইগুলি আমরা ছয় মাস ধরে তৈরি করে নিয়ে এসেছি, না হলে করা সম্ভব হতো না। ইসকন কর্তৃপক্ষ আমাদের দায়িত্ব দিয়েছেন অনেক আগেই, পুরীর মন্দিরের আদলে প্যান্ডেলটি তৈরি করার, আমরাও ‌ দিন রাত এক করে এই বৃষ্টির মধ্যে চেষ্টা করছি ফুটিয়ে তোলার,‌ যেভাবে পুরীর মন্দিরটি তৈরি হয়েছে, সেইভাবে রূপ দেয়ার চেষ্টা করেছি, তবে আশা করি যদি বৃষ্টি একটু কমলে রাতের মধ্যেই কাজ শেষ করে দেওয়ার। বাকিটা ভগবানের উপর নির্ভর করবে,

সকাল থেকেই জমে উঠবে ইসকন মন্দির, ভক্তদের সমাগম, জগন্নাথের জয়ধ্বনি , অন্যদিকে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, যেখানে ভক্তরা জয়ধ্বনিতে মাতিয়ে তুলবেন এই মেলা প্রাঙ্গণ সাত দিন ধরে, থাকছে বিভিন্ন রকম স্টল, বেলা একটাই রওনা দেবে ইসকন মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা ব্রিগেড ময়দানের মাসির বাড়ির উদ্দেশ্যে। সেখানে চলবে সাত দিন ধরে নানা অনুষ্ঠান, ভোগ বিতরণ, পূজার্চনা।

এবারে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে চলবে ইসকনের সাত দিন ধরে জগন্নাথের উৎসব, এবারে মূল থিম , পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে প্যান্ডেল, যেখানে সাতদিন ধরে জগন্নাথ বলরাম সুভদ্রা থাকবেন।, মাঝে মাঝে ইসকনের মহাপ্রভুরা এসে তদারকি করছেন , যাহাতে কোনরকম অসুবিধা না হয় ,সময় মত কাজ শেষ করা যায়, মাঠের চতুর্দিকে প্রতিবারের ন্যায় প্যান্ডেল তৈরি হচ্ছে। কিছু কিছু ভক্তরাও আসতে শুরু করে দিয়েছে, দূর দুরান্ত থেকে , যে সকল ভক্তরা আসেন অনেক আগে থেকেই, বৃষ্টির জন্য অনেকটা তারাও বাধা প্রাপ্ত হচ্ছেন, তবে অনুমান রাতের মধ্যেই সব এসে হাজির হবে, সুন্দর সুন্দর কাজে সেজে উঠেছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে প্যান্ডেলটি। ‌দূর থেকে দেখলে মনে হয় একটা পুরীর মন্দির সোজা দাঁড়িয়ে আছে।

একইভাবে উৎসবে মেতে উঠবে পুরীর জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির সহ সারা দেশের মন্দির ও রথযাত্রা উৎসব।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি