1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
ঝালকাঠিতে একটি ‎তালগাছ কর্তনে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস, মারা গেছে অসংখ্য ছানা ও নষ্ট হয়েছে শতশত ডিম - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে সাংবাদিক তুহিনকে জবাই করে হত্যা: বিএমএসএফ-এর গভীর উদ্বেগ আশাশুনি ও শ্যামনগরকে একীভূত করে সংসদীয় আসনের আপত্তিতে স্মারকলিপি প্রদান জাফর আউলিয়া মাদ্রাসার ৪ তলা ভবন উদ্বোধন অনুষ্ঠানে আনোয়ার আলদীন: বিএনপি শিক্ষার সার্বিক উন্নয়নে আজীবন কাজ করেছে বড়ধুলে যুবদলের ফ্যাসিবাদবিরোধী বিজয় র‍্যালি ও গণমিছিল মধুপুরে জামায়েত ইসলামীর গণঅভ্যুত্থানের বিজয় মিছিলে গণমানুষের ঢল বিলাইছড়িতে ২ দিনের সফরে জেলা প্রশাসক– মোহাম্মদ হাবিব উল্লাহ কচুয়ায় প্রকাশ্যে ছাগল চুরি, হাতেনাতে ৫ জনকে ধরে থানায় হস্তান্তর তাড়াশে দুই লক্ষাধিক টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন দুমকি উপজেলায়, সেতু নির্মাণ প্রকল্পের সুপারভাইজারের রহস্যজনক মৃত্যু শাহজাদপুরে বিশ্বকবির প্রয়ান দিবসে নীরব কাছারিবাড়ি

ঝালকাঠিতে একটি ‎তালগাছ কর্তনে শতাধিক বাবুই পাখির বাসা ধ্বংস, মারা গেছে অসংখ্য ছানা ও নষ্ট হয়েছে শতশত ডিম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ২৬২ বার পড়া হয়েছে

 

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন এলাকায় একটি বিশাল তালগাছ কেটে শতাধিক বাবুই পাখির বাসা শতশত ছানা ও ডিম ধ্বংসের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ জুন-২০২৫) বিকেলে মোবারেক আলী ফকিরের মালিকানাধীন জমির পার্শ্ববর্তী সড়কের পাশে তালগাছটি কাটেন মিজানুর রহমান নামের এক ব্যক্তি। গাছটিই ছিল এলাকাজুড়ে বাবুই পাখিদের নিরাপদ প্রজনন কেন্দ্র ও একমাত্র আশ্রয়স্থল।
‎স্থানীয় বাসিন্দারা জানান, মোবারক আলী ফকির তার জমির পাশে থাকা তালগাছটি মিজানুর রহমানের কাছে বিক্রি করেন। তবে তাল গাছের মালিক তিনি না সরকার এ বিষয়ে আমরা জানি না। গাছটিতে অসংখ্য বাবুই পাখির বাসা ছিল। গাছ কাটার সময় বাসা থেকে অনেক ছানা পড়ে মারা যায়, আর ডিমগুলোও নষ্ট হয়ে যায়। এমন নিষ্ঠুরতায় এলাকাবাসী ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন। ‎পূর্ব গুয়াটনের বাসিন্দা জাহিদ হোসেন বলেন, এই গাছটি শুধু গাছ না, একটা বাস্তুসংস্থানের কেন্দ্র ছিল। যারা এটা কেটেছে, তারা প্রকৃতির বিরুদ্ধে অপরাধ করেছে। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ‎তবে ঘটনা জানার পরও স্থানীয় প্রশাসন বা বন বিভাগ শুরুতে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী। তারা অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ঝালকাঠি নেটওয়ার্ক মেম্বার আল-আমিন বাকলাই বলেন, বাবুই পাখি শুধু বাংলাদেশের জন্য নয়, পৃথিবীর পরিবেশ ও জীববৈচিত্র্যের অন্যতম নিদর্শন। তাদের বাসা তৈরির কারুকাজ ও সামাজিক আচরণ বিশ্বজুড়ে প্রশংসিত। এমন নির্মমতা শুধুই পরিবেশের ক্ষতি নয়, বরং মানবিকতার অপমৃত্যু বলেও মন্তব্য করেন তারা। বাবুই পাখি পরিবেশবান্ধব ও সংরক্ষিত প্রজাতির অন্তর্ভুক্ত। তাদের আবাস ধ্বংস করাকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। ক্রেতা ও বিক্রেতা উভয়কেই আইনের আওতায় আনা উচিত।
‎সামাজিক বনায়ন ও নার্সারি প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান বলেন, আমরা আজকে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তালগাছটি বন বিভাগের আওতাধীন নয় তবে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ‎এ বিষয়ে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, বিষয়টি জানার পর আমরা বন বিভাগকে জানিয়েছি। ঘটনাস্থলে বন কর্মকর্তাকে পাঠানো হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে বন্যপ্রাণি সংরক্ষণ আইনে মামলা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি