মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণপাড়া থানায় কর্মরত এসআই(নিঃ)/শফিক উল্লাহ ও সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানাধীন ৭নং সাহেবাবাদ ইউপিস্থ টাটেরা সাকিনে প্রফেসর সেকান্দর আলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর সামনে ব্রাহ্মণপাড়া টু বুড়িচংগামী পাঁকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১টি সিএনজি আসতে দেখে থামানোর জন্য সংকেত দিলে পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে সিএনজির চালক সিএনজি থামিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মুখে সিএনজিটি তল্লাশী করে সিএনজির পিছনে যাত্রী বসার সিটের উপর হতে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধারপূর্বক মাদক ব্যবসায়ী মোঃ মহিউদ্দিন প্রকাশ মহির (৩২), পিতা-মোঃ তৈয়ব আলী, মাতা-মৃত মনোয়ারা বেগম , গ্রাম- নাইঘর (নোয়াপাড়া, হাজী সাহাব উদ্দিন মিয়ার বাড়ী), ০৯নং ওয়ার্ড, পোস্ট- ব্রাক্ষণপাড়া, ০৬ নং ব্রাক্ষণপাড়া সদর ইউপি) , থানা- ব্রাহ্মনপাড়া, জেলা -কুমিল্লাকে গ্রেফতার করা হয় এবং ১৬ (ষোল) কেজি গাঁজাসহ একটি সিএনজি জব্দ করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে ব্রাহ্মণপাড়া থানার মামলা নং- ১৫/১২১ তারিখ- ১৫/০৫/২০২৪ ধারা- ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ রুজু করা হয়।