মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):
ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যান সমিতির উদ্যেগে দারিদ্র বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচীর আওতায় যাকাত ফান্ড হতে উপজেলার ৪টি ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে উন্নত জাতের ১৮টি ব্ল্যাক বেঙ্গল ছাগী ও ২টি পাঠা,১টি হুইল চেয়ার,এক অসহায় পরিবারকে নগদ দশ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ছাগল ও হুইলচেয়ার বিতরণ কার্যক্রম শুরু করে পর্যায় ক্রমে ৪ টি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হয়।
শিবগঞ্জ উপজেলা পরিষদে অনুষ্ঠিত সমিতির সেবামূলক কর্মকান্ডের কাজের ধারাবাহিকতায় ছাগী,হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে ঢাকাস্থ শিবগঞ্জ উপজেলা(বগুড়া) কল্যান সমিতির সহ সভাপতি প্রকৌশলী মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন শিবগঞ্জের নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার।