বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি-
বরিশালের বাকেরগঞ্জে থানা পুলিশের উপর হামলা এবং পিটিয়ে পুলিশের একাধিক কর্মকর্তা আহত করার ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতারা হলেন আয়েশা বেগম (৩৭) ও কহিনূর বেগম (৫০)।
শুক্রবার (১৭ মে) ভোর ৪.৪৫ টায় বাকেরগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের বাকেরগঞ্জ বন্দরের নিজ বাসা থেকে আয়েশা বেগম ও সকাল ৬টায় পৌরসভার 4 নং ওয়ার্ডের হ্যাঁ স্লামালাইকুম ভাই সাহেবগঞ্জ এলাকার নিজ নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গত ৮ মে ২০২৪ তারিখে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার সহকারী রিটারনিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলামকে আহতের ঘটনায় ১১ মে ২০২৪ মে পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
.মোঃ মিজানুর রহমান গাজী(২৮),২.মোঃ সিফাত হাওলাদার(১৯),৩.মোঃ সেলিম(৩৫),৪.শরীফ আনোয়ারুল কবির(৫৭),৫.সজীব হাওলাদার(৩০),৬.আবুল বাশার বাচ্চু(৬০),৭.মোঃ জিলান হাওলাদার(৩৮),৮.রাকিব খান(২১),৯.মোঃ রিফাত হাওলাদার(২০),১০.ইমরুল হাসান লিমন(৩৭)।
উক্ত আসামীর বাকেরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম ডাকুয়ার তালা প্রতীকের এজেন্ট ছিল বলে উক্ত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়।উক্ত হামলার ঘটনায় বাকেরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ রফিকুল ইসলাম ঘটনার দিন বাকেরগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৭০/৮০ আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।যাহার বাকেরগঞ্জ থানার মামলা নং-১৪(৫) ২০২৪। অপরদিকে গ্রেফতারকৃতদের পরিবার থেকে অভিযোগ করে বলেন,গ্রেফতারকৃতরা ঘটনার সাথে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে হয়রানি মূলক গ্রেফতার করেন।