স্টাফ রিপোর্টার
চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের অন্যতম পৃষ্ঠপোষক, বিশিষ্ট সংগঠক ও সমাজসেবক আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানসহ একজন বীর মুক্তিযোদ্ধা এবং বহু নেতা-কর্মীর উপর পেশীশক্তি নির্ভর প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীর লেলিয়ে দেয়া গুন্ডাবাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী এবং অভিযুক্ত চেয়ারম্যান প্রার্থীর “প্রার্থীতা বাতিল”র দাবী জানিয়েছেন দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প বাস্তবায়নে চলমান স্থানীয় সরকার নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার স্বার্থে উপজেলা পরিষদের সকল নির্বাচন জনগণের ব্যাপক অংশগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে হতে হবে।
সেখানে বাধা দানকারী উশৃংখল সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে হুকুমদাতা সহ সংশ্লিষ্ট সকলের কঠোর শাস্তি বিধান নিশ্চিত করতে হবে। অন্যথায় প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নতো হবেই না বরং দেশে ও বিদেশে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার রাজনৈতিক দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে। সুতরাং অবিলম্বে হামলাকারীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা কোন রাজনৈতিক দলের কর্মী হলে – দল থেকে তাদেরকে বহিষ্কার করতে হবে এবং সন্ত্রাসীদের লালন-পালনকারী সংশ্লিষ্ট প্রার্থীকে “সন্ত্রাসীদের গড ফাদার ” আখ্যায়িত করে…. তার প্রার্থীতা বাতিল করতে হবে। বিবৃতি দাতারা হলেন – পরিষদের প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এডভোকেট আব্দুল মালেক, সভাপতি আলহাজ্ব শেখ মুহাম্মদ সাহেব আলি, মহাসচিব আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা – বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার নুরুল হক ফকির, বীর মুক্তিযোদ্ধা কে এম আলম, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা হানিফ বালি, আলহাজ্ব অধ্যাপক সিকদার রুহুল আমীন,আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, এডভোকেট শহিদুল ইসলাম, তাসলিমা আক্তার লিমা, আলহাজ্ব হুমায়ুন কবীর বালি, অধ্যক্ষ শফিকুল ইসলাম, এডভোকেট আব্দুল মজিদ হাওলাদার, মোঃ কামরুল ইসলাম, কাজী এনামুল হক টুকু, অধ্যাপক হাকিম মতিয়ারা,অধ্যক্ষ আখি আক্তার প্রমুখ নেতৃবৃন্দ।