1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
সুনামগঞ্জে নবনির্মিত পুনাক বিপণী বিতান উদ্বোধন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তেরখাদা উপজেলা নির্বাহী অফিসারের স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও মতবিনিময় কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ আবাসিক সমিতির উদ্যোগে, অশালীন ভাষার বিরুদ্ধে- সাংবাদিক সম্মেলন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কপিলমুনিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা পরিবেশ রক্ষায় ‘সাদা পাথর’-এর গুরুত্ব পুকুরের পাড় কেটে দেওয়ায় ভেসে গেল সব মাছ বারহাট্টায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা তেঁতুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহিণীর মৃত্যু সফলতার পথে সবুজ ছোঁয়া দিনাজপুরে শিক্ষার্থীদের মাঝে গাছ ও বই বিতরণ গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন গুরুতর আহত পাইকগাছার তালতলা-গোয়ালবাথানে ৩ হাজার তালগাছ রোপন উদ্বোধন করলেন বাসস চেয়ারম্যান “প্রকৃতি দিয়েই প্রকৃতিকে রক্ষা করতে হবে

সুনামগঞ্জে নবনির্মিত পুনাক বিপণী বিতান উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

 

এম আর সজিব সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জে নবনির্মিত পুনাক বিপণী বিতান উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী। আজ শুক্রবার (১৭ মে ২০২৪ খ্রি.) বেলা সোয়া ১২টায় পুনাক সভানেত্রী সুনামগঞ্জ সদর থানা সংলগ্ন এ বিপণী বিতান ফুল ও কেইক কেটে শুভ উদ্বোধন করেন। পরে তিনি পুনাক বিপনী বিতান এবং পুলিশ শপিং মল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিপনী বিতানের পণ্য সামগ্রীর মূল্য নির্ধারণসহ বিভিন্ন বিষয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় সিলেট রেঞ্জ পুনাক উপদেষ্টা রোকেয়া খাতুন, সিলেট মেট্রোপলিটন পুনাক সভানেত্রী রুমানা নাহিদ, আরআরএফ পুনাক সভানেত্রী লিমা বেগম, সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস নুরুন্নাহার মুনমুন, সাধারণ সম্পাদিকা সুনন্দা দাস, কোষাধ্যক্ষ মিসেস মাশরুফা তানিয়া, সদস্য মিসেস শতদ্রু সাহা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা পুনাকের উদ্যোগে এবং জেলা পুলিশের সহযোগীতায় পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গণে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুনাক সভানেত্রী প্রধান অতিথি হিসাবে যোগদান করে অসহায় ও দুস্থ নারীদের মাঝে বস্ত্র বিতরণ করেন। অনুষ্ঠানে ১২০ জন দুস্থ নারীকে বস্ত্র দেওয়া হয়।

পরে পুনাক সভানেত্রী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে জেলা পুনাক সদস্যদের সাথে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। সভায় জেলা পুনাকের কার্যক্রম সম্পর্কে তুলে ধরা হয়। পুনাক সভানেত্রী জেলা পুনাক সদস্যদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পরিদর্শন বহিতে তার মূল্যবান মন্তব্য লিপিবদ্ধ করেন। সভা শেষে জেলা পুনাকের পক্ষ থেকে পুনাক সভানেত্রীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে সকাল ১১টায় পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ মহোদয়ের সাথে পুনাক সভানেত্রী সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে উপস্থিত হন। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলা পুনাক সভানেত্রী মিসেস নুরুন্নাহার মুনমুনসহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি