1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
অন্যায় করলে পুলিশকে ছাড় দেওয়া হবেনা : পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
ম্যাটসের নাম পরিবর্তন করে ‘মেডিকেল ইন্সটিটিউট, নাম দিয়েছে শিক্ষার্থীরা ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার-১, রেঞ্জ ডিআইজির প্রেস ব্রিফিং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাবের বার্ষিক কমিটি গঠন সভাপতি শহিদুল, সম্পাদক শামীম চালতাবেড়িয়া ইউনাইটেড ক্লাবের স্বেচ্ছায় রক্তদান শিবির শাহজাদপুরে বিএনপি’র কান্ডারী ও অভিভাবক ড. এম এ মুহিতকে সামনে রেখে কর্মী হয়ে বিএনপি’র নেতাকর্মীদের সেবা করতে চাই নাসিরনগরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু দুর্ভিক্ষে মানুষ কচু ঘেচু আটার ঝাউ তৈরী করে খেয়েছেঃ আবু বক্কার রঞ্জু বান্দরবান সুয়ালক ইউনিয়নের তুলাতলী এলাকায় আওয়ামী ফ্যাসিষ্টদের দোসর কতৃক চাঁদাদাবী ও কাজে বাঁধাদানের প্রতিবাদে মানববন্ধন শিবচরে হাইটেক পার্ক প্রকল্প স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত প্রকাশিত হচ্ছে ভারত বাংলার যৌথ কাব্যগ্রন্থ বন্দি শালার পাখি

অন্যায় করলে পুলিশকে ছাড় দেওয়া হবেনা : পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ জেলায় সরকারি সফরে আসেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ। আজ শুক্রবার (১৭ মে ২০২৪ খ্রি.) সকাল সাড়ে ১১টায় পুলিশ প্রধান সুনামগঞ্জ জেলা সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এবং পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্, পিপিএম-সেবা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। সার্কিট হাউজ প্রাঙ্গণে ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিকের নেতৃত্বে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল পুলিশ প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে পুলিশ প্রধান সুনামগঞ্জ সদর থানাধীন ইকবাল নগর এলাকায় পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্ত স্থাপন করেন।

পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্. পিপিএম-সেবা এঁর সার্বিক পরিকল্পনা ও অভ্যন্তরীণ অর্থায়নে সুনামগঞ্জ পুলিশ হাসপাতালে আধুনিক মানের একটি প্যাথলজি ল্যাব স্থাপন করা হয়েছে। যার মাধ্যমে পুলিশ সদস্যগণ স্বল্পমূল্যে প্রাথমিক পর্যায়ে ৫৮টি গুরুত্বপূর্ণ প্যাথলজিক্যাল টেস্ট করাতে পারবেন। পুলিশ প্রধান এই প্যাথলজি ল্যাব এবং শহড় পুলিশ ফাঁড়ির অভ্যন্তরে নবনির্মিত ৪ তলা বিশিষ্ট স্টুডিও এপার্টম্যান্ট এর শুভ উদ্বোধন করেন। এ সময় পুলিশ প্রধান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পরে বিকাল ৩টায় পুলিশ প্রধান সুনামগঞ্জ সার্কিট হাউজ কনফারেন্স রুমে আয়োজিত জেলা পুলিশে কর্মরত অফিসাদের সাথে মতবিনিময় সভায় যোগদান করেন। সভায় জেলা পুলিশের সাম্প্রতিক সময়ের উল্লেখযোগ্য অভিযান, কার্যক্রম, নির্মাণ ইত্যাদি বিষয় পুলিশ প্রধানের নিকট তুলে ধরা হয়। জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে পুলিশ প্রধান সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভা শেষে সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার আইজিপি মহোদয়কে সম্মাননা স্মারক প্রদান করেন। মতবিনিময় সভায় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের জেলা সফরে পুলিশ প্রধানের সাথে সফরসঙ্গী হিসেবে ছিলেন সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জাকির হোসেন খান, পিপিএম, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) সৈয়দ হারুন অর রশীদ, সিলেট আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক মো: ফরিদুল ইসলাম, সিলেট আরআরএফ কমান্ড্যান্ট মো: হুমায়ুন কবির, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি মিডিয়া পুলিশ সুপার ইনামুল হক সাগরসহ পুলিশ প্রধানের প্রটোকল ও স্টাফ অফিসার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি