আলমডাঙ্গা থেকে আল- আমিন হোসেনঃ আলমডাঙ্গায় আর এম পি ওয়েলফেয়ার সোসাইটির কালিদাসপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
(১৮মার্চ)শনিবার বেলা ১২ টায় আলমডাঙ্গা উপজেলাধীন আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে আলমডাঙ্গা উপজেলা আর এমপি শাখার আহবায়ক জাকেরুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত পল্লীচিকিৎসকগণ।
অনুষ্ঠান শেষে কমিটিতে সকলের সম্মতিতে জাহিদুল ইসলাম কে সভাপতি এবং শাফায়েতুল্লা কে সাধারন সম্পাদক করে কালিদাসপুর ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসাবে শফিউল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম এবং ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল মোমিনসহ পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উপরোক্ত কমিটিকে আগামী ১০ দিনের ভেতরে ১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা যুগ্ন আহবায়ক জহুরুল ইসলাম,ডাঃ হাসান মল্লিক,মানোয়ার হোসেন, নজির, মুকুল, লিটন, জাকির, রাশিদুল ইসলামসহ প্রমুখ।