মিজানুর রহমান,জেলা প্রতিনিধি (বগুড়া):-
বগুড়ার শিবগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে অতর্কিত হামলা, আসবাবপত্র ভাংচুর ও ফার্মের মুরগি মেরে ফেলাসহ চার লক্ষাধিক টাকার ক্ষতি সাধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রোববার দূপূর ১ টায় উপজেলার কিচক ইউনিয়নের বেগুন বাড়ী গ্রামে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের বেগুন বাড়ী গ্রামের রিয়াজ উদ্দিন ইদোর ছেলে মামুন, বোরহান ও জহুরুল ইসলামসহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল ব্যবসায়ী দেলোয়ারের বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা বসত বাড়ির আসবাবপত্র ভাংচুর ও মুরগির ফার্মের ব্রয়লার মুরগি মেরে ফেলে।
এব্যাপারে দেলোয়ার হোসেন বলেন, মামুনসহ তার ভাইয়েরা আমার বসত বাড়িতে হামলা করে ব্যবসার নগদ ১ লক্ষ ৭৫ হাজার টাকা লুটপাট করেছে। তারা আমার বসত বাড়ির আসবাবপত্র ভাংচুর করে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করেছে।
এ বিষয়ে শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।