মোঃনাজমুল মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতাঃ
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ভর্তুকির বরাদ্দকৃত ধান গম ও সরিষা কাটার উত্তরণ, মেটাল ও আলীম কোম্পানির ৫ টি কম্বাইন হারভেস্টার মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (১৯ মে) ৪টায় উপজেলা পরিষদ চত্তরে বাগেরহাট -৪ আসনের সংসদ সদস্য প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আনুষ্ঠানিক ভাবে কৃষকদের হাতে যন্ত্রগুলোর চাবি তুলে দেন।এ সময় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ বলেন, আওয়ামী লীগ সরকার দেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছে। যা অতীতের কোন সরকার করতে পরেনি। বঙ্গবন্ধুর সাহসী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী পদক্ষেপের কারনে বাংলাদেশ আজ খাদ্য ঘাটতির দেশ থেকে খাদ্য উদ্বৃত্ত দেশ।প্রযুক্তির কল্যানে আমাদের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে।কৃষি শ্রমিকের ঘাটতি রোধে বর্তমান সরকারের নতুন সংযোজন কম্বাইন হারভেস্টার।
কৃষিযন্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান , সহকারী কমিশনার (ভুমি) বদরুদ্দোজা,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য এম এমদাদুল হক,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা বিনয় রায়, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যাপক মাহফুজুর রহমান,মোরেলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মশিউর রহমান মাসুম,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেজবাহ ফাহাদ সহ গণমাধ্যমকর্মীবৃন্দ,উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,কর্মচারীবৃন্দ অন্যান্যরা।
প্রসঙ্গত, ৫ টি কম্বাইন হারভেস্টারের বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা। উপকারভোগী কৃষকরা যন্ত্রগুলো ৭০ শতাংশ ভর্তূকি মূল্যে সরকারের কাছ থেকে পেয়েছেন।
এ সময়ে কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও কৃষকগন উপস্থিত ছিলেন।