1. Jahidksb@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
বগুড়ার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রচন্ড গরম ও আতংকে ২২ শিক্ষার্থী অসুস্থজ - খবর সকাল বিকাল - Khobor Sokal Bikal    
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:০২ অপরাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে ঘরের ছাদে কমলা চাষ করে সফল ডা: সুহিত রঞ্জন নরসিংদী পৌর ভূমি অফিসের অফিস সহায়ক মহসিন এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেছারাবাদে এক কৃষক লোককে নিয়ে ব্যবসায়ির নানা অপপ্রচার বগুড়ায় হোটেল ম্যানেজার হত্যার আসামী আলিফ শেখ গ্রেপ্তার চট্টগ্রাম বন্দর সংযুক্ত শ্রমিক কর্মচারী ফেডারেশনের বিক্ষোভ মিছিল, স্মারকলিপি প্রদান নবগঠিত জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ নাসিরনগর উপজেলা বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১৪ ঠাকুরগাঁওয়ের খুদে শিক্ষার্থীদের বিস্ময়কর প্রতিভ গাজীপুরের শ্রীপুরে বোতাম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, নিহত ১

বগুড়ার কালেক্টরেট স্কুল এন্ড কলেজে প্রচন্ড গরম ও আতংকে ২২ শিক্ষার্থী অসুস্থজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ মে, ২০২৪
  • ৫১ বার পড়া হয়েছে

মোঃ কাউসার মিয়া দীপু
স্টাফ রিপোর্টার বগুড়া

বগুড়ায় তীব্র গরমে কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ২২ শিক্ষার্থী শ্রেণীকক্ষেই অসুস্থ হয়ে পড়ে। এরপর তড়িঘড়ি ক্লাস বন্ধ করে বিদ্যালয় ছুটি দিয়ে দেয়া হয়। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকদের জিম্মায় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়েছে।
রবিবার ১৯শে মে বিকেল সোয়া ৩ টার দিকে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আরাফত হোসেন। বগুড়াজেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম মুঠোফেনে ঢাকা থেকে জানান গরম ও শ্বাস কষ্টে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে আতংকের সৃষ্টি হয়। সেই আতঙ্কে আরো ২১ শিক্ষার্থী অসুস্থ বোধ করে।
বিদ্যালয়টির মাধ্যমিক শাখার একাডেমিক ইনচার্জ শাজাহান আলী জানান, রবিবার দুপুর ২ টা ৬ মিনিটে প্রতিদিনের মতো মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের মধ্যাহ্ন বিরতি দেওয়া হয়। বিকেল ৩ টার দিকে তারা বিরতি শেষে শ্রেণীকক্ষে ফেরে। ওই সময় শ্রেণীকক্ষে বিদ্যুৎ ছিল না। অতিরিক্ত গরমে বিদ্যালয়ের তৃতীয় তলার ৩০৪ নম্বর কক্ষে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রোজাইফা অসুস্থ হয়ে পরে ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে দেখে পরে ওই কক্ষের আরও দশজনসহ পাশের ৩০২ নম্বর ও ৩০৩ নম্বর কক্ষে সপ্তম ও নবম শ্রেণীর ২১ শিক্ষার্থী (ছাত্রী) অসুস্থ হয়ে পরে। তারা সবাই মাথাঘোরা ও গাঁ কাপার কথা জানিয়েছিল। অসুস্থ রোজাইফাকে জলেশ্বরীতলার স্কুল হেলর্থ ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসা নিয়ে সে বাড়ি ফিরেছে। বাকিদের বিদ্যালয়ে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অভিভাবকদের জিম্মায় বাড়িতে পাঠানো হয়েছে। অসুস্থ হয়ে পড়া সপ্তম শ্রেণীর শিক্ষার্থী শরিফা আক্তার বলে, রোজাইফার শ্বাসকষ্টের সমস্যা দেখে ভয় পেয়েছিলাম। আমারও মাথাঘোরা ও হাত-পা কাঁপা শুরু হয়। এখন কিছুটা সুস্থ্য লাগছে। পায়েল চাকী নামের ষষ্ঠ শ্রেণীর আরেক শিক্ষার্থী বলে, রোজাইফার পর একে একে অনেকে অসুস্থ হয়ে পড়ে। তা দেখে ভয় পেয়ে আমরা অস্থির হয়ে পড়ি। এখন ভালো আছি। কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা আল মামুন সরদার বলেন, রবিবার সকাল থেকে একরকম ভ্যাপসা গরম ছিল। মধ্যাহ্ন বিরতিতে শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে খেলাধুলা করে শ্রেণীকক্ষে ফিরলে তখন বিদ্যুৎ ছিল না। রোজাইফার আগে থেকে শ্বাসকষ্টেরh সমস্যা ছিল। অতিরিক্ত গরমে রোজাইফার সে অসুস্থ হয়ে পড়ে। বগুড়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আরাফাত হোসেন জানান, স্কুল পরিদর্শন করেছি। বিষয়টি বিশদ ভাবে জানার চেষ্টা করছি। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে বগুড়া জেলা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জানান গত শনিবার তাপমাত্রা ছিল ৩১,৬ ডিগ্রী। রোববার হঠাৎ করে তাপমাত্র ও বাতাসে আর্দ্রতা বেড়ে যওয়ায় শিক্ষার্থীরা অসুস্থ হতে পারে। রোববার বগুড়ার সর্বচ্চো তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রী সেলসিয়াস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৪  সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি