মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
কুমিল্লা জেলা কোতয়ালী মডেল থানায় কর্মরত এসআই(নিঃ)/আব্দুর রাহিম ও সঙ্গীয় ফোর্সসহ কোতয়ালী মডেল থানা এলাকায় রাত্রীকালীন অবৈধ আগ্নেয়াস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের নিমিত্তে বিশেষ অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর টু টিক্কারচর রোড গোমতীর আইলের উত্তর পাশে শ্রীপুর গ্রামস্থ মাষ্টার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট ডিউটি করাকালে ০১ টি হাইজ গাড়ি তল্লাশী করে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী
১। মোঃ আব্দুর রহমান (২০), পিতা- দেলোয়ার হোসেন, মাতা- মায়া বেগম, ২। নাসির (২১), পিতা- চাঁন মিয়া, মাতা- নাছমা বেগম, সাং- ভাবলাতলা ৬নং ওয়ার্ড, দত্তপাড়া ইউপি,৩। মোঃ ইলিয়াস শেখ(৫০), পিতা- মৃত মোঃ খালেক শেখ, মাতা-মৃত সোনাবানু, সাং- বাখেরকান্দি, সর্ব থানা- শিবচর, জেলা- মাদারীপুর, ৪। মোঃ মোজাম্মেল(২১), পিতা- জহির মিয়া, মাতা অনুফা বেগম, সাং- উত্তর বাঁশমঙ্গল (লেইনজা বাঁশমঙ্গল), ৯নং ওয়ার্ড, ৪নং আমড়াতলী ইউপি, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা দেরকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-৬০ তারিখ-১৯/০৫/ ২০২৪; ধারা-৩৬(১) সারণির ১৯(খ)/৩৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়।