আজ ২০শে মে সোমবার, কয়েকদিনের প্রচন্ড গরমে মানুষ অস্বস্তিতে দিন কাটাচ্ছিল, প্রচন্ড গরমের ফলে মানুষের শরীর খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু কয়েকদিন হালকা মেঘ করলেও কোনরকম বৃষ্টির আঘাত পাওয়া যায়নি।,
ঠিক সকাল ১১ টা থেকে আকাশে ঘন কালো মেঘ করে নেমে আসে, সাথে সাথে হালকা হাওয়া, কিন্তু দুপুর বারোটা নাগাদ প্রচণ্ড গর্জন সহকারে নেমে আসল বৃষ্টি কয়েকটি এলাকায়, নেমে আছে ধর্মতলা চত্বর, রবীন্দ্র সদন, হাজরা, টালিগঞ্জ,সমস্ত জায়গা বৃষ্টি না হলেও ,কিছু এলাকায় বৃষ্টি হওয়ায় কিছুটা হলেও পথ চলতি মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো,
চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি ও মেঘের গর্জন ও বিদ্যুতের চমকানি, এতটাই গর্জনের তীব্রতা ছিল ,যে পথ চলতি মানুষ সাহস পায় না ছাতা নিয়েও রাস্তায় বেরতে। আজ আর মেট্রো স্টেশনের গেটে গেটে ভিড় করে দাঁড়িয়ে সাধারণ মানুষ, কিছুক্ষণ বৃষ্টি হয়ে থেমে গেলও কিন্তু মেঘের আবহাওয়া এখনো কাটেনি। অনুমান করা যাচ্ছে হয়তো আবারও আসতে পারে বৃষ্টি। বৃষ্টির ফলে ধর্মতলা চত্বরে যানজটের সৃষ্টি হয়।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা