মো লুৎফুর রহমান রাকিব কুমিল্লা জেলা প্রতিনিধি।
হাইওয়ে হেডকোয়ার্টারে অতিরিক্ত আইজিপি মো: শাহাবুদ্দিন খান বিপিএম (বার) এর সভাপতিত্বে দিনব্যাপী মাসিক অপরাধ (এপ্রিল/২৪) পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাদের মহাসড়কের আইন-শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা, দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি যান চলাচল স্বাভাবিক রাখতে মহাসড়কের পাশে অবৈধ ভাবে গড়ে ওঠা সবধরনের স্থাপনাসমূহ অপসারণ সহ থ্রি-হুইলার ও উল্টো পথে গাড়ি চালানো বন্ধ করতে কঠোর নির্দেশ প্রদান করেন। তিনি হাইওয়ে পুলিশের সকল সদস্যবৃন্দকে নিষ্ঠা, সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও সর্বোচ্চ স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন এবং জনমুখী পুলিশিং ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশ প্রদান করেন। এছাড়াও মহাসড়কে টোকেন বা স্টিকার ব্যবহার করে কোন গাড়ি যেন চালাতে না পারে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকল অফিসারদের কঠোর নির্দেশ প্রদান করেন।
দুর্ঘটনা প্রতিরোধ এবং মহাসড়কের শৃঙ্খলা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এপ্রিল/২০২৪ মাসে সর্বোচ্চ সংখ্যক প্রসিকিউশন প্রদান করে। সড়ক পরিবহন আইন ২০১৮ ভঙ্গ করার কারণে এপ্রিল মাসে মোটর সাইকেলের বিরুদ্ধে ৪৪৪টি, প্রাইভেট কার ১০৫৪টি, জীপ ২টি, মাইক্রোবাস ৩০৪টি, পিকআপ ৪৭০টি, মিনিবাস ১০টি, বড় বাস ২৩৯টি, মিনি ট্রাক ১৫টি, মাঝারি ট্রাক ১১৭টি, বড় ট্রাক ৩৮৯টি, কৃষি যান ৪টি, লং ভেহিক্যাল ৩৭টি, থ্রি হুইলার এর বিরুদ্ধে ১৫৮৫টি সহ সর্বমোট ৪৬৭০টি প্রসিকিউশন দেওয়া হয় যা হাইওয়ে পুলিশের সকল রিজিয়নের মধ্যে সর্বোচ্চ। এ ছাড়াও কুমিল্লা রিজিয়নের ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা ৭৯১টি প্রসিকিউশন দিয়ে হাইওয়ে পুলিশের সকল থানার মধ্যে প্রথম স্থান অর্জন করার কারণে পুরস্কৃত হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এপ্রিল/২৪ মাসে প্রসিকিউশন খাত হতে upay: Finance and Payments সিস্টেমের মাধ্যমে ১২০১৬৭০০/- (এক কোটি বিশ লক্ষ ষোল হাজার সাতশত) টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা করতে সক্ষম হয়। এ ছাড়াও এপ্রিল/২৪ মাসে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন সড়ক দুর্ঘটনা মামলা গুলো তদন্ত, নিষ্পত্তি এবং আলামত নিষ্পত্তিতে ভাল করে। এ সময় হাইওয়ে পুলিশ প্রধান মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম (বার) কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন মাহ্ফুজুর রহমান, বিপিএম (বার), ডিআইজি (প্রশাসন), আতিকা ইসলাম,বিপিএম, এনডিসি, ডিআইজি (পশ্চিম), মোঃ মাহবুবুর রহমান, পিপিএম-বার, ডিআইজি (পূর্ব), হাইওয়ে পুলিশের সকল অতিরিক্ত ডিআইজি বৃন্দ, পুলিশ সুপার বৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপার বৃন্দ, সহকারী পুলিশ সুপার বৃন্দ। এ সময় হাইওয়ে পুলিশের সকল থানার অফিসার ইনচার্জ বৃন্দ ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন।