আল-আমিন স্টাফ রিপোর্টার: শেরপুর জেলা শহরের পৌরসভার চাঁপাতলী মহল্লায় ২০ মে সোমবার দুপুর দেড়টার দিকে ফাঁকা বসত বাড়িতে এক প্রতিবন্ধী কিশোরী (১৭) কে ঘরে একা পেয়ে প্রতিবেশী বখাটে জনি মিয়া (২৫) নামে এক যুবক ধর্ষণ করেছে। এঘটনায় ধর্ষক জনি মিয়াকে গ্রেফতার করেছে শেরপুর সদর থানার পুলিশ।
ধৃত জনি মিয়া শেরপুর পৌরসভার চাঁপাতলী পাগলা বাড়ি মহল্লার মৃত হারুন মিয়ার ছেলে।
অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, পৌরসভার চাঁপাতলী পাগলা বাড়ি মহল্লার মাজব আলীর প্রতিবন্ধী কিশোরী মেয়েকে তার বাবা-মা সোমবার সকালে বাসায় হুইল চেয়ারে বসিয়ে রেখে কাজের সন্ধানে বের হয়ে যায়। এদিকে ফাঁকা বসত বাড়িতে ওই প্রতিবন্ধী কিশোরীকে একা পেয়ে প্রতিবেশী বখাটে ও মাদকসেবী জনি মিয়া তাকে ধর্ষণ করে। এসময় ধর্ষিতা ভাইয়ের স্ত্রী আঁখি বেগম ধর্ষণের ঘটনাটি দেখে ফেলে এবং ডাক চিৎকার দিলে ধর্ষক জনি মিয়া পালিয়ে যায়। পরে ধর্ষিতা ওই প্রতিবন্ধী কিশোরীর বাবা-মা ও আত্মীয়-স্বজন রাতেই তাকে শেরপুর সদর থানায় নিয়ে গিয়ে ধর্ষক জনি মিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এঘটনায় পুলিশ সোমবার রাতেই ধর্ষক জনি মিয়াকে আটক করে সদর থানায় নিয়ে যায়।
এব্যাপারে শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক সত্যতা নিশ্চিত করে বলেন, জনি মিয়াকে গ্রেফতার দেখিয়ে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধৃত জনি মিয়াকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সেই সাথে ধর্ষিতা কিশোরীর জেলা সদর হাসপাতালে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।