ঠাকুরগাঁও হতে মোঃ মশিউর রহমান : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের ভোট গ্রহণ শুরু হয় মঙ্গলবার ২১ মে সকাল ৮ টায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। ভোট গণনা শেষে একে একে কেন্দ্র থেকে ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান পদে (মোটর সাইকেল ) প্রতীক এর প্রার্থী মোঃ মোশারুল ইসলাম সরকার ,ভাইস চেয়ারম্যান পদে টিউবওয়েল প্রতীক এ আ: রশিদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস মার্কা প্রতীক এ প্রার্থী মাস হুরা বেগম হুরা কে বে-সরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।এ নির্বাচনে মশারুল ইসলাম sork😘(মোটরসাইকেল ) প্রতীক এ ১,০৬,৬৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী অরুণাশু দত্ত টিটো (আনারস) পপ্রতীক এ ভোট পেয়েছেন ৯২,৪২৪ ভোট,আর এক প্রার্থী (ঘোড়া) প্রতীক এ মোঃ রওশনুল হক পেয়েছেন ১৪,৬৯৯ ভোট, আরেক প্রার্থী কামরুল হাসান ভোট পেয়েছেন ২,১৬১ টি । ভাইস চেয়ারম্যান পদে (টিউবওয়েল) প্রতিকে আ:রশিদ ১,০৫,৫০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট পেয়েছেন গোলাম মোস্তফা আরোপ্লেন প্রতীক এ ৭৩,১৮৭ ভোট পেয়েছেন।এ ছাড়া জাহাঙ্গীর আলম চশমা মার্কা প্রতীক এ ২৬,৪৪৬ ভোট পেয়েছেন।এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে (কলস ) প্রতীকর প্রার্থী মাস হুরা বেগম হুরা ১,০৩,৮৬৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়া আগর ওয়াল (ফুটবল) প্রতিকে ভোট পেয়েছেন ১,০৩,২৩৮ভোট । ঠাকুরগাঁও উপজেলায় ১টি পৌরসভা ও ২২টি ইউনিয়নের ৪,৮৭১৭৫ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ২,৪৪,৯০৩ ও মহিলা ২,৪২,২৮ তৃতীয় লিঙ্গের ৪জন। ভোট কেন্দ্রের সংখ্যা ছিল ১৮৫ টি।